আজকাল ওয়েবডেস্ক: কাঁধের হাড় সরে গিয়েছিল ইংরেজ পেসার ক্রিস ওকসের। ওভাল টেস্টের প্রথম দিন ফিল্ডিং করার সময়। তার ফলে দ্বিতীয় ইনিংসে আর বল করতে পারেননি। ব্যাট করতে পারেননি প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে যদিও একপ্রকার বাধ্য হয়ে নেমেছিলেন। কিন্তু এক বলও খেলতে হয়নি। এদিকে চোটের জায়গায় অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। কিন্তু এখনই অস্ত্রোপচার করাতে রাজি নন ওকস। বিশেষ লক্ষ্য পূরণের জন্য বিকল্প চিকিৎসার মাধ্যমে সুস্থ হতে চাইছেন ইংল্যান্ডের অলরাউন্ডার।
ওকসের লক্ষ্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ সিরিজ খেলা। অস্ত্রোপচার করালে সুস্থ হয়ে তাঁর পক্ষে অ্যাশেজ খেলা কঠিন হবে। সম্পূর্ণ সুস্থ হয়ে মাঠে ফিরতে অ্যাশেজ সিরিজের অর্ধেক শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই এখনই অস্ত্রোপচার করাতে রাজি নন ওকস। রিহ্যাবের মাধ্যমে সুস্থ হয়ে উঠতে চাইছেন তিনি। নিজের ক্রিকেট জীবনকে বড় ঝুঁকির মুখে ফেলে দিয়েই মাঠে ফিরতে চাইছেন ওকস।
ওকস সংবাদমাধ্যমকে বলেছেন, ‘জানি আবার সমস্যা হতে পারে। বিষয়টা ঝুঁকির হতে পারে, সেটাও জানি। তবু আমি ঝুঁকি নিতে চাইছি। চিকিৎসক এবং ফিজিওদের সঙ্গে কথা বলেছি। অস্ত্রোপচার করালে সুস্থ হতে তিন থেকে চার মাস সময় লাগবে। অর্থাৎ অ্যাশেজ সিরিজ শুরু হয়ে যাবে। তাই ব্যাপারটা আমার জটিল মনে হচ্ছে। রিহ্যাবের মাধ্যমে আট সপ্তাহে সুস্থ হয়ে ওঠা সম্ভব। এই বিকল্প পদ্ধতিটাই ঠিক হবে বলে মনে হচ্ছে। এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। সব রিপোর্ট পাওয়ার পর সিদ্ধান্ত নেব।’
আরও পড়ুন: ছেড়ে দেওয়া হতে পারে ১০ ক্রিকেটারকে, তালিকায় ধোনিও? নতুন করে দল সাজাতে চাইছে সিএসকে
প্রসঙ্গত, অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট পারথে শুরু হবে ২১ নভেম্বর। সেই হিসাবে ওকসের হাতে সময় রয়েছে প্রায় সাড়ে তিন মাস। অস্ত্রোপচার করালে তাঁর মাঠে ফিরতে অ্যাশেজ সিরিজের অর্ধেক হয়ে যাবে। তাই ঝুঁকির জেনেও রিহ্যাবের মাধ্যমে সুস্থ হতে চাইছেন ইংরেজ অলরাউন্ডার। অ্যাশেজ থেকে দূরে থাকতে চাইছেন না। প্রয়োজন হলে অ্যাশেজের পর অস্ত্রোপচার করাতে চান।
এই ওকসের বলেই ম্যাঞ্চেস্টার টেস্টে চোট পেয়ে ছিটকে যান ঋষভ পন্থ। যন্ত্রণা কাতর ভারতের উইকেট কিপারকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল গাড়িতে। হাঁটার ক্ষমতা ছিল না তাঁর। কিন্তু পরের দিনই দলের অসময়ে খোঁড়াতে খোঁড়াতে ব্যাট হাতে মাঠে নেমে পড়েন পন্থ। তাঁর সাহসিকতা দেখে কুর্নিশ জানান সবাই। চোটের জন্য ওভালে অনুষ্ঠিত শেষ টেস্টে খেলতে পারেননি পন্থ। এহেন পন্থ ছ’সপ্তাহের জন্য ছিটকে গিয়েছেন। সম্প্রতি পন্থকে নিয়ে যে খবর প্রকাশিত হয়েছে, তাতে জানা যাচ্ছে ২০২৫ সালের এশিয়া কাপে পাওয়া যাবে না তাঁকে। এমনকী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজেও তিনি অনিশ্চিত হয়ে পড়েছেন।
৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ। চলবে ২৮ তারিখ পর্যন্ত। ভারত-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ শুরু হবে ২ অক্টোবর। দ্বিতীয় টেস্ট ম্যাচ হবে ১৪ অক্টোবর। যদিও এশিয়া কাপে পন্থ না থাকলেও বিরাট কিছু ক্ষতি হবে না ভারতের। কারণ সাদা বলের ক্রিকেটে পন্থ একনম্বর পছন্দ নয়। কিন্তু ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টেস্টে পন্থের অভাব অনুভূত হবে।
