আজকাল ওয়েবডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন দীর্ঘদিন হল। এখন শুধু ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলে বেড়ান। তবে বয়স ৪৪ হলেও তিনি যে আগের মতোই বিধ্বংসী তা আবার প্রমাণ করলেন ক্রিস গেইল। তবে এবার বাউন্ডারি হাঁকাতে গিয়ে ব্যাটই ভেঙে ফেললেন গেইল। যে ঘটনা আগেও ঘটেছে। এবার ঘটনাটি ঘটেছে ঘটে লিজেন্ডস লিগ ক্রিকেটে। বুধবার গুজরাট জায়ান্টসের হয়ে খেলতে নেমেছিলেন তিনি। প্রতিপক্ষ ছিল ভিলওয়ারা কিংস। ইনিংসের ষষ্ঠ ওভারে ঘটে এই ঘটনা। ওই ওভারে রায়ান সাইডবটমকে টানা দুটি ছক্কা ও তিনটি চার মারেন তিনি। ওভারের চতুর্থ বলটা এক্সট্রা কভারের ওপর দিয়ে তুলে মারেন গেইল। বলের সঙ্গে ব্যাটের সংযোগ হওয়ার পরপরই হাতল থেকে ভেঙে যায় ব্যাট। ততক্ষণে অবশ্য বল পার করে গিয়েছে বাউন্ডারির সীমানা। পরে ড্রেসিংরুমের দিকে তাকিয়ে নতুন ব্যাট চান গেইল। ম্যাচটিতে ২৭ বলে ৫২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন গেইল।
