আজকাল ওয়েবডেস্ক:  ফরাসি বিপ্লব আর ঘটল না। প্যারিস সাঁ জাঁ-র স্বপ্ন থমকে গেল। ওয়াটারলুতে হেরে গিয়েছিলেন নেপোলিয়ান। ক্লাব বিশ্বকাপের ফাইনালে প্যারিস সাঁ জাঁ-র দৌড় থেমে গেল  নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। যে পিএসজি অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছিল, তারাই চূর্ণবিচুর্ণ হয়ে গেল ইংল্যান্ডের ক্লাব চেলসির কাছে। কথায় বলে, শেষ ভাল যার সব ভাল তার। শেষটা আর ভাল হল কোথায় প্যারিস সাঁ জাঁ-র! 

চেলসি ৩-০ গোলে মাটি ধরাল পিএসজি-কে। প্রথমার্ধেই খেলার ফলাফল হয়ে গিয়েছিল। পিএসজি-র হাত ফস্কে ম্যাচ চলে গিয়েছিল চেলসির সাজঘরে।  দ্বিতীয়ার্ধে আর ঘুরে দাঁড়াতে পারল না পিএসজি। ক্লাব বিশ্বকাপের রং নীল।  প্রথমার্ধে জোড়া গোল করেন চেলসি তারকা কোল পালমার। জোয়াও পেদ্রোকে দিয়ে গোল করান তিনি। রাতটা কোল পালমারের। 

ক্লাব বিশ্বকাপের ফাইনালে চেলসিকে সবাই ফেভারিট ধরেননি। ভক্তরা ধরেই নিয়েছিলেন পিএসজি বাজি মেরে যাবে। কিন্তু ফাইনালে হল অন্য খেলা। প্রথম হাফেই ম্যাচ শেষ করে দিল চেলসি। প্রথম হাফের ধাক্কা সামলে উঠতে আর পারল না প্যারিস সাঁ জাঁ। এই খেতাব জয়ের ফলে বিপুল অর্থ চেলসির সিন্দুকে এসেছে। 

আরও পড়ুন: পাঁচে পাঁচ, প্রিমিয়ারে আবির্ভাবেই ঝলক দেখাচ্ছে ইউকেএসসি, পিছিয়ে থেকেও উড়িয়ে দিল সাদার্নকে

২০২২ বিশ্বকাপ জিতে লিওনেল মেসির আর্জেন্টিনাও এত টাকা পায়নি। নীল-সাদা জার্সিধারীদের দ্বিগুণেরও বেশি প্রাইজমানি পেয়েছে বিলেতের ক্লাব। ২০২২ বিশ্বকাপ জিতে আর্জেন্টিনা আয় করেছিল ৪২ মিলিয়ন ডলার। ২০২৫ ক্লাব বিশ্বকাপ জিতে চেলসি পেয়েছে সব মিলিয়ে ১১৩ মিলিয়ন ডলার। 

Cole Palmer celebrates at the MetLife Stadium

অর্থাৎ আর্জেন্টিনার থেকে প্রায় দ্বিগুণের বেশি প্রাইজমানি পেল চেলসি। এবারের ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণ কারী দলগুলো পেয়েছে ২৮ মিলিয়ন ডলারের কিছু বেশি। বাকি ৮৪ মিলিয়ন ডলার লন্ডনের ক্লাবটি পেয়েছে পারফরম্যান্স বোনাস হিসেবে। এই অর্থের ৪০ মিলিয়ন ফাইনাল জেতার পরই নিশ্চিত হয়েছে।

রানার্স আপ হওয়া পিএসজি-র কোষাগারে গিয়েছে প্রায় ১০৬ মিলিয়ন ডলার। এই অর্থ চ্যাম্পিয়ন আর্জেন্টিনার চেয়ে ঢের বেশি। চ্যাম্পিয়ন ও রানার্স নয়। সেমিফাইনালে খেলা বাকি দুই দলের আয়ও মেসিদের চেয়ে ঢের বেশি। রিয়াল মাদ্রিদের আয় ৮৯.৭ মিলিয়ন ডলার। ফ্লুমিনেন্সের আয় ৬৮ মিলিয়ন ডলার। 

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন ফাইনালে। তাঁকে নিয়ে তৈরি হয় বিতর্ক।  ট্রফি দিতে এসে চিৎকার ও দুয়োর মাঝে পড়েন ট্রাম্প। ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়ন চেলসির হাতে ট্রফি তুলে দিতে গিয়ে বিড়ম্বনার মধ্যে পড়তে হল তাঁকে।

Chelsea's Cole Palmer, center, celebrates with teammates after scoring vs PSG

চেলসির হাতে ট্রফি তুলে দেওয়ার সময়ে মঞ্চে ছিলেন ট্রাম্প। পরনে ছিল লাল টাই। চেলসি অধিনায়ক রিস জেমসকে ট্রফি দেন তিনি। চেলসি খেলোয়াড়দের সঙ্গে তিনিও হাততালি দেন। চ্যাম্পিয়ন চেলসির সঙ্গে উল্লাসেও যোগ দেন ট্রাম্প। 

অনেক আগেই ট্রাম্পের দিকে উড়ে আসে সমালোচনার ঝড়। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে মাঠে যান ট্রাম্প। সেই সময়ে গ্যালারি থেকে উড়ে আসে দুয়োধ্বনি। মার্কিন প্রেসিডেন্ট যাতে লজ্জায় না পড়েন, তার জন্য গানের ভলিউম বাড়িয়ে দেওয়া হয়। ম্যাচের বল গড়ানোর আগেও দর্শকরা ট্রাম্পকে উদ্দেশ্য করে দুযোধ্বনি দেন। 

ক্লাব বিশ্বকাপে নামার আগেই প্যারিস সাঁ জাঁ জিতে নিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ, লিগ ওয়ান ও ফ্রেঞ্চ কাপ। পিএসজির সামনে সুযোগ ছিল ক্লাব বিশ্বকাপ জিতে দারুণ সফল ভাবে মরশুম শেষ করার। কিন্তু শেষটা আর রঙিন হল না পিএসজির। 

আরও পড়ুন: 'এই আম্পায়ার থাকলে ভারত জিতবে না', রাইফেলের তীব্র সমালোচনায় অশ্বিন