আজকাল ওয়েবডেস্ক: আবার ডুরান্ড কাপের সেমিফাইনালের ভেন্যু পরিবর্তন হল। কলকাতা থেকে খেলা সরল শিলংয়ে। ২৫ আগস্ট প্রথম সেমিফাইনাল হওয়ার কথা ছিল কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু সেই ম্যাচ সরিয়ে নিয়ে যাওয়া হল শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে। একদিন পিছিয়ে দেওয়া হয়েছে ম্যাচ। নতুন সূচি অনুযায়ী ২৬ আগস্ট বিকেল সাড়ে পাঁচটায় শিলংয়ে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং শিলং লাজং এফসি।‌ একই দিনে হওয়ার কথা দ্বিতীয় সেমিফাইনালও। সেই ম্যাচটা কলকাতায় হবে। 

বৃহস্পতিবার একটি বিবৃতিতে ডুরান্ড কর্তৃপক্ষ জানায়, কোয়ার্টার ফাইনালের রেজাল্টের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।‌ প্রথম সেমিফাইনাল কার্যত নর্থ ইস্ট ডার্বি। তাই তাঁদের সমর্থকদের বঞ্চিত করতে চায় না আয়োজকরা। সমর্থকরা ম্যাচটা শিলংয়ে চাইছিল। সেটা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত, তিন প্রধানের কর্তাদের মিলিত অনুরোধে দুটো সেমিফাইনাল এবং ফাইনাল কলকাতায় ফিরিয়ে আনা হয়। বুধবারই আনুষ্ঠানিকভাবে সেটা জানানো হয়েছিল। কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকে ইস্টবেঙ্গল বিদায় নেওয়ায় আবার শিলংয়ে চলে গেল একটি সেমিফাইনাল। অবশ্য দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনাল কলকাতাতেই হবে।