আজকাল ওয়েবডেস্ক: ভারতবাসীর মনে এখনও সমানভাবে উজ্জ্বল সেই মুহূর্ত! বাউন্ডারি লাইনে সূর্যকুমার যাদবের অসামান্য ক্যাচে ডেভিড মিলারের বিদায়, রোহিত শর্মার সেলিব্রেশন, উত্তেজনাপূর্ণ টানটান ফাইনাল এবং ভারতের জয়োৎসব। আজও সেইদিনটা ভুলতে পারেনি দেশবাসী। ২০২৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে দ্বিতীয়বারের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি ঘরে তুলেছিল ভারত।

 

এবার অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ঘরে তুলতে প্রস্তুত টিম ইন্ডিয়া। আর এই টুর্নামেন্টের ফাইনালে আবারও দেখা হোক ভারত-দক্ষিণ আফ্রিকার। এমনটাই চাইছেন প্রাক্তন প্রোটিয়া অলরাউন্ডার জেপি ডুমিনি। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার মনে করেন, এই দুই দলের ফাইনাল ম্যাচ হলে তা হবে আদর্শ লড়াই। ২০২৫ সালের ফেব্রুয়ারির ১৯ থেকে মার্চ ৯ পর্যন্ত পাকিস্তান ও দুবাইতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট।

 

ভারত তাদের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করবে ২০ ফেব্রুয়ারি দুবাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ দিয়ে। হাইব্রিড মডেলে ভারতীয় দল তাদের সব ম্যাচ দুবাইতেই খেলবে। দক্ষিণ আফ্রিকার ফাইনালে ওঠার সম্ভাবনা নিয়ে ডুমিনি বলেন, ‘সাদা বলের ক্রিকেটে, বিশেষ করে ওয়ানডেতে, দক্ষিণ আফ্রিকা সবসময় তাদের সেরা ক্রিকেট খেলেনি কোনোদিনই। কিন্তু বড় টুর্নামেন্টে বারবার নিজেদের প্রমাণ করে এসেছে। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেটাই দেখেছি। ভারত-দক্ষিণ আফ্রিকা ফাইনাল হলে তা হবে চূড়ান্ত উত্তেজনার’।