আজকাল ওয়েবডেস্ক: শনিবার সন্ধে থেকেই প্রতীক্ষার প্রহর গোনা শুরু হয়েছিল। ভারতীয় সময় রাত সাড়ে ন'টার মধ্যে রায় জানানোর কথা ছিল আন্তর্জাতিক ক্রীড়া আদালতের। কিন্তু সেই রায় ঘোষণার সময় আবার পিছিয়ে দেওয়া হল। জানা যাচ্ছে, রবিবার, অর্থাৎ অলিম্পিকের শেষদিনই রায় জানানো হবে। কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের অ্যাড হক বিভাগ রায় ঘোষণার সময়সীমা বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ, রবিবার স্থানীয় সময় সন্ধে ছ'টা, ভারতীয় সময় রাত ন'টার মধ্যে রায় জানানো হবে। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির একটি বিবৃততে বলা হয়েছে, 'কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্টসের অ্যাড হক বিভাগ ১১ আগস্ট ২০২৪ সন্ধে ছ'টা পর্যন্ত রায় ঘোষণার সময়সীমা বাড়িয়ে দিয়েছে। পরবর্তী তারিখে রায় জানানো হবে।' পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, হয়তো রবিবার অলিম্পিক শেষের পরই এই বিষয়ে রায় জানানো হবে। যদিও একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ১৩ আগস্ট পর্যন্ত রায় পিছিয়ে দেওয়া হয়েছে। যাই হোক না কেন, এইটুকু নিশ্চিত যে ভিনেশ সহ গোটা ভারতবাসীর অপেক্ষা আরও দীর্ঘায়িত হল।
প্রথমে জানানো হয়েছিল, অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানের পর ভিনেশ নিয়ে রায় জানানো হবে। পরে জানা যায়, শনিবার ভারতীয় সময় রাত ন'টার মধ্যেই জানিয়ে দেওয়া হবে। কিন্তু শেষপর্যন্ত সেটা হল না। আন্তর্জাতিক ফেডারেশনের নিয়ম অনুযায়ী অলিম্পিকে দু'জনকে একই পদক দেওয়ার নিয়ম নেই। তাই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই বিষয়ে আগ্রহ দেখায়নি। প্রথম থেকেই তাঁরা ভিনেশ ফোগাতের এই দাবিকে খারিজ করে দেয়। কিন্তু আন্তর্জাতিক ক্রীড়া আদালত ভারতীয় কুস্তিগিরের আবেদন মেনে নিলে রুপো দিতে হবে ভিনেশকে। কারণ কোর্ট অফ আরবিট্রেশনের বিরুদ্ধে সওয়াল করার নিয়ম নেই। ভিনেশের ভাগ্য জানান জন্য রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
প্রথমে জানানো হয়েছিল, অলিম্পিকের সমাপ্তি অনুষ্ঠানের পর ভিনেশ নিয়ে রায় জানানো হবে। পরে জানা যায়, শনিবার ভারতীয় সময় রাত ন'টার মধ্যেই জানিয়ে দেওয়া হবে। কিন্তু শেষপর্যন্ত সেটা হল না। আন্তর্জাতিক ফেডারেশনের নিয়ম অনুযায়ী অলিম্পিকে দু'জনকে একই পদক দেওয়ার নিয়ম নেই। তাই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি এই বিষয়ে আগ্রহ দেখায়নি। প্রথম থেকেই তাঁরা ভিনেশ ফোগাতের এই দাবিকে খারিজ করে দেয়। কিন্তু আন্তর্জাতিক ক্রীড়া আদালত ভারতীয় কুস্তিগিরের আবেদন মেনে নিলে রুপো দিতে হবে ভিনেশকে। কারণ কোর্ট অফ আরবিট্রেশনের বিরুদ্ধে সওয়াল করার নিয়ম নেই। ভিনেশের ভাগ্য জানান জন্য রবিবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
