আজকাল ওয়েবডেস্ক:‌ রান পাচ্ছেন না সূর্যকুমার যাদব। ধারাবাহিকতা দেখাতে পারছেন না। ২০ ম্যাচ হয়ে গেল। একটাও অর্ধশতরান পাননি টিম ইন্ডিয়ার টি–টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। গত বছরের নভেম্বর থেকে এখনও অবধি সূর্য করেছেন মাত্র ২২৭ রান। গড় ১৩.‌৩৫। 


দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম দুই ম্যাচে সূর্যর রান যথাক্রমে ১২ ও ৫। এরকম খারাপ পারফরম্যান্সের পর সূর্যর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন দেশের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে সূর্য বলেছেন, ‘‌সূর্য দলের অধিনায়ক। কিন্তু একজন অধিনায়কের কাজ শুধু টস করতে যাওয়া বা বোলারদের ম্যানেজ করা নয়। শুধু স্ট্রাটেজি তৈরি করাই কাজ নয়। তুমি দলের শীর্ষস্থানীয় ব্যাটার। তাই সূর্যকে রানটাও করতে হবে।’‌


এরপরই আকাশ চোপড়া বলেছেন, ‘‌বেশ কয়েকটা ম্যাচ হয়ে গেল। গত ১৭ ম্যাচে সূর্যর গড় মাত্র ১৪। স্ট্রাইক রেটও ভাল নয়। অর্ধশতরান নেই। ২৫ এর কোটা পেরিয়েছে মাত্র দু’‌বার।’‌


সূর্যর অধিনায়কত্ব নিয়ে কোনও প্রশ্ন নেই বলে জানিয়েছেন আকাশ। তিনি রান পাচ্ছেন না বলেই বিরক্ত আকাশ। সামনেই টি–টোয়েন্টি বিশ্বকাপ। চোপড়ার কথায়, ‘‌সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব নিয়ে আমার কোনও প্রশ্ন নেই। টি–টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকেই অধিনায়ক চাই। কিন্তু সূর্যকে রানটা তো করতে হবে।’‌ এরপরই তাঁর সংযোজন, ‘‌তিন বা চার নম্বরে সূর্য ব্যাট করতে নামে। কিন্তু যদি ধারাবাহিকভাবে ব্যর্থ হয়, সেক্ষেত্রে তাহলে কিন্তু বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে। তাই অধিনায়ক সূর্য ও সহ–অধিনায়ক শুভমানকে দ্রুত রানের মধ্যে ফিরতে হবে।’‌ 

এদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় আরও পিছিয়ে পড়ল ভারত। 


ইংল্যান্ডের সঙ্গে ২–২ সিরিজ ড্র হয়েছিল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ২–০ হারালেও হারতে হয়েছে দক্ষিণ আফ্রিকার কাছে। ০–২ ব্যবধানে। এরপর পয়েন্ট তালিকায় পতন হয়েছিল। তার উপর ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টেস্টে হারিয়ে ভারতের চিন্তা আরও বাড়িয়ে দিল নিউজিল্যান্ড। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে উঠে এসেছে কিউয়িরা। আর পয়েন্ট তালিকায় প্রথম পাঁচের বাইরে চলে গিয়েছে টিম ইন্ডিয়া।

তবে শীর্ষেই রয়েছে অস্ট্রেলিয়া। অ্যাশেজ সিরিজে এই মুহূর্তে ২–০ এগিয়ে স্মিথরা। দুই ও তিনে রয়েছে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। চারে নিউজিল্যান্ড। পাঁচে আছে পাকিস্তান। ভারত চলে গিয়েছে ছয়ে। সাতে আছে ইংল্যান্ড।