আজকাল ওয়েবডেস্ক: মেয়েদের টি-২০ বিশ্বকাপের মাঝেই বড় ধাক্কা। পিতৃহারা হলেন পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা শেখ। বৃহস্পতিবার দুবাইয়ে বসেই বাবার মৃত্যুসংবাদ পান। সঙ্গে সঙ্গে করাচিতে ফেরার সিদ্ধান্ত নেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে পাওয়া যাবে না ফাতিমা সানাকে। বৃহস্পতিবার সকালে তাঁর পিতৃবিয়োগ ঘটে। পাকিস্তান ক্রিকেট বোর্ড তাঁকে দ্রুত দেশে ফেরানোর চেষ্টা করছে। বোর্ডের এক কর্তা বলেন, 'শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে না ফাতিমা সানা।' তাঁর অনুপস্থিতিতে সহ অধিনায়ক মুনিবা আলি দল পরিচালনা করবেন। 

ব্যাটে এবং বলে ছন্দে আছেন ফাতিমা। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের সেরার পুরস্কার পান। ভারতের বিরুদ্ধেও জোড়া উইকেট তুলে নেন। অস্ট্রেলিয়া ম্যাচে তাঁর না থাকা পাকিস্তানের জন্য বড় ধাক্কা। সেমিফাইনালের লড়াইয়ে থাকতে দুটোর মধ্যে অন্তত একটা ম্যাচ জিততেই হবে। দু'ম্যাচে দুই পয়েন্ট পাকিস্তানের। বর্তমানে গ্রুপে তিন নম্বরে রয়েছে। প্রথম দুইয়ে অস্ট্রেলিয়া এবং ভারত। সোমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচ পাকিস্তানের।