আজকাল ওয়েবডেস্ক: মাঠে থাকলেও তিনি শিরোনামে। মাঠের বাইরেও তাই। ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়রের বিরুদ্ধে এবার মারাত্মক অভিযোগ আনলেন এক ব্রাজিলীয় এসকর্ট।
যে এসকর্ট ব্রাজিলিয়ান সুপারস্টারের বিরুদ্ধে এহেন অভিযোগ আনেন, তাঁর নাম নায়রা মাচেদো। তাঁর দাবি, এক পার্টিতে নেইমার তাঁর সঙ্গে উদ্দাম এবং অবাধ যৌনতায় মেতে ওঠেন। এর জন্য নায়রাকে মোটা অঙ্কের পারিশ্রমিকও দেওয়া হয়।
নায়রা ও নেইমার কেবল উদ্দাম যৌনতায় মেতে ওঠেননি। দু'জনের মাঝে ছিলেন তৃতীয় আরেক জন। নায়রা মাচেদো এখন সন্তানসম্ভবা।
সবটাই সেই এসকর্টের দাবি। নায়রার সঙ্গে উদ্দাম যৌনতায় নেইমারের নাম জড়িয়ে পড়ায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। বিতর্ক তাড়া করছে প্রাক্তন বার্সা ফুটবলারকে। প্রবল চাপে তিনি গোটা ঘটনা অস্বীকার করেছেন। কিন্তু সেই এসকর্ট অবিচল। তিনি সর্বসমক্ষে প্রেগন্যান্সি কিট দেখিয়েছেন, দেখিয়েছেন তাঁর মেডিক্যাল রিপোর্ট। তিনি দাবি করে বসেছেন, তাঁর গর্ভে বেড়ে উঠছে নেইমারের পুত্রসন্তান।
অতীতে নেইমার একাধিকবার বিতর্কে জড়িয়েছেন। চোট আঘাতে জর্জরিত তারকা মাঠে ফিরে আগের অবতারে ধরা দেওয়ার প্রবল চেষ্টা করছেন। ফিরে গিয়েছেন নিজের ছেলেবেলার ক্লাব স্যান্টোসে। কিন্তু বিতর্ক যাঁর নিত্যসঙ্গী, সেই নেইমার জুনিয়রকে আরও একবার কলঙ্কিত করার চেষ্টা করা হল। সম্পূর্ণ অন্য কারণে খবরের শিরোনামে চলে এলেন ব্রাজিলিয়ান সুপারস্টার।
