আজকাল ওয়েবডেস্ক: হলুদ জার্সিতে ফুটবল মাঠে এতদিন ফুল ফুটিয়ে এসেছে পেলের দেশ। এবার নাকি লাল জার্সি পরে খেলতে দেখা যাবে ব্রাজিলের ফুটবল দলকে।
এই খবরে ব্রাজিল জুড়ে শুরু হয়েছে বিতর্ক ও ক্ষোভ। শুধু ব্রাজিল কেন, তামাম ব্রাজিল প্রিয় ভক্তদেরই অসন্তোষ। ২০২৬ বিশ্বকাপের আগে ব্রাজিল জাতীয় দলের জন্য ক্রিমসন রংয়ের জার্সি প্রকাশ করতে পারে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। সিবিএফ এক প্রস্তাবেও এমন কথাই জানিয়েছে। এর ফলেই যত বিক্ষোভ।
লাল রং ব্রাজিলের বামপন্থী প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দ্য সিলভা এবং তাঁর ওয়ার্কার্স পার্টি এবং ভূমিহীন কৃষক আন্দোলনের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত। সেই লাল জার্সি পরে খেলবেন তারকা ব্রাজিলীয়রা।
ফুটবল মাঠের জার্সি নিয়ে রীতিমতো রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বলসোনারোর ঘনিষ্ঠ ও মিনাস জেরাইসের গভর্নর রোমেউ জেমা বলেন, ''আমাদের দলের জার্সি কখনোই লাল হবে না, আমাদের দেশও না।''
ফুটবল প্রেমীরাও বিরক্ত। ব্রাজিল ফুটবল দলের জার্সির রং হলুদ। অ্যাওয়ে জার্সির রঙ নীল। ১৯৫৮ সাল থেকে জার্সির এই রং দেখতেই অভ্যস্থ সবাই। আসন্ন বিশ্বকাপ থেকে সেই নীল জার্সির পরিবর্তে লাল জার্সি চালু করার প্রস্তাব সিবিএফ-এর। এই খবর ছড়াতেই যত বিতর্ক। সিবিএফ-এর এই প্রস্তাবকে মেনে নেননি অনেকেই। শুরু হয়েছে বিতর্ক।
