আজকাল ওয়েবডেস্ক: আড়াই দিনও গড়াল না ইডেন টেস্ট। ৩০ রানে হার মানে গৌতম গম্ভীরের দল। ম্যাচ হারার পরে ভারতের হেডস্য জানিয়েছেন, তিনি এই ধরনের পিচই চেয়েছিলেন। স্পিনারদের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের দুর্বলতা চোখে পড়ার মতো। গৌতম গম্ভীরের ছেলেরা এর আগেও ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হার মেনেছে। তখন অবশ্য সদ্যই দায়িত্ব নিয়েছেন গম্ভীর। কিন্তু এবার তাঁর ছেলেরাই রানির দেশ থেকে টেস্ট সিরিজে সমতা ফিরিয়েছিল। প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে ওয়েস্ট ইন্ডিজকে হার মানিয়েছিল টেস্ট ফরম্যাটে। কিন্তু বাভুমার দল বুঝিয়ে দিল কেন তাদের টেস্ট চ্যাম্পিয়ন বলা হয়।
অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্রাাড হাডিন মনে করেন, ঘূর্ণি পিচে ভারতীয়দের দুর্বলতা ব্যাকফায়ার করেছে। এবার নিয়ে দ্বিতীয়বার হল। হ্যাডিন টেনে এনেছেন বিরাট কোহলির সময়ের কথা। প্রাক্তন অজি উইকেট কিপার বলেন, '' বিরাট কোহলি যখন নেতৃত্ব গ্রহণ করে, তখন দীর্ঘক্ষণ ব্যাট করে এবং স্কোরবোর্ডে চাপ তৈরি করে। এখন অনেক কিছু সুযোগের উপর ছেড়ে দেওয়া হচ্ছে। এতে সাধারণ স্পিনাররাও খেলায় ফিরে আসছে। বল ছুঁড়ে মারতে পারলেই হতো, বাকিটা পিচ করে দেবে। আমি শুনেছি গম্ভীর বলেছে আমরা যে পিচে খেলেছি তাতে আমরা খুশি। নিউজিল্যান্ডের বিরুদ্ধেও একই ভাবে সমস্যায় পড়তে হয়েছিল ভারতকে।''
ঘূর্ণি পিচে এর আগেও ভারতীয় ব্যাটাররা দাঁড়াতে পারেননি। সেই প্রসঙ্গ উত্থাপ্পন করে হ্যাডিন বলেন, ''গম্ভীরের অধীনেই দু'বার এমন ঘটনা ঘটেছে। ভারত তখনই ভাল খেলে, যখন স্কোরবোর্ডে বড় রান করে। ভারতের বোলাররা যে কোনও পিচেই ভাল। কিন্তু ওদের ব্যাটাররা সব পিচে ভাল নয়। বিশেষ করে এমন ধরনের ঘূর্ণি পিচে।''
কোহলির সময়েও বড় রান হত, এবার নেতৃত্বের হাত বদল হয়েছে। ভারতীয়রা ঘূর্ণি পিচে বড় রান করতে ভুলে গিয়েছে।
