আজকাল ওয়েবডেস্ক: ঋদ্ধিমান সাহার বিদায়ী ম্যাচে জিতল বাংলা। এক ইনিংস ও ১৩ রানে বঙ্গ ব্রিগেড হারাল পাঞ্জাবকে। 

পাঞ্জাব প্রথম ইনিসে করেছিল ১৯১ রান। বাংলা প্রথম ইনিংসে করে ৩৪৩ রান। ঋদ্ধিমান সাহা তাঁর শেষ ম্যাচে খাতা খুলতে পারেননি। বাংলার প্রথম ইনিংস শেষ হয় ৩৪৩ রানে। বাংলা এগিয়েছিল ১৫২ রানে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে বিধ্বস্ত হয় পাঞ্জাব শিবির। ১৩৯ রানে থেমে যায় পাঞ্জাব ব্রিগেড। 

প্রথম সেশনেই বাংলার বোলারদের দাপটে ম্যাচ হেরে যায় পাঞ্জাব। সূরয সিন্ধু জয়সওয়াল ৬৯ রানে ৪টি উইকেট নেন। সুমিত মোহান্ত ২৯ রানে তিনটি এবং মহম্মদ কাইফ ৪১ রান দিয়ে ২টি উইকেট নেন। ম্যাচে ৮ উইকেট নিয়ে সেরা হন সূরয সিন্ধু জয়সওয়াল। 

তিন দিনে শেষ ঋদ্ধির বিদায়ী ম্যাচ। খেলার শেষে সতীর্থদের কাঁধে চেপে ঋদ্ধি মাঠ ছাড়েন। একটা সময়ে বঙ্গক্রিকেটকে তিনি কাঁধে করে টেনেছেন। এবার তাঁকে যোগ্য শেষ বিদায় জানালেন বঙ্গ ক্রিকেটাররা। 

প্রাক্তনের তালিকায় নাম লিখিয়ে ফেললেন ঋদ্ধিমান সাহা। এক যোদ্ধার ক্রিকেট পরিক্রমা শেষ হয়ে গেল। তাঁর সঙ্গে সঙ্গে এবারের রঞ্জি ট্রফিতে বাংলার অভিযানও শেষ হয়ে গেল। অবশ্য পাঞ্জাবের বিরুদ্ধে নামার আগেই রঞ্জি ট্রফি থেকে ছিটকে  যেতে হয়েছিল বঙ্গব্রিগেডকে। ঋদ্ধিমান সাহার জন্যই এই ম্যাচের পারদ চড়তে শুরু করেছিল। ইডেনে বাংলা জিতল। ঋদ্ধির কেরিয়ারও শেষ হল। শেষ ম্যাচে জয়। মধুরেণ সমাপয়েৎ বোধহয় একেই বলে।