আজকাল ওয়েবডেস্ক: সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলা ৮ উইকেটে হারাল মিজোরামকে। ২৭ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেন সামিরা। এতেই বোঝা যাচ্ছে কতটা দাপট ছিল ম্যাচে। ম্যাচের নায়ক অভিষেক পোড়েল। ৪৫ বলে ৮১ রান করে তিনিই ম্যাচের সেরা হন।
মিজোরাম প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৫৭ রান করে। মোহিত জাংরা সর্বোচ্চ ৮০ রান করেন। বাংলার বোলার মহম্মদ সামি এদিনও চার ওভার হাত ঘুরিয়ে উইকেট তুলতে পারেননি। মিজোরামের রান তাড়া করতে নেমে অভিষেক পোড়েল ও করণ লালের দুর্দান্ত ব্যাটিংয়েই বাংলা জয়ের দোরগোড়ায় পৌঁছে যায়। ৪৫ বলে অবিশেক পোড়েল ৮১ রান করেন। তাঁর ইনিংসে সাজানো ছিল ৯টি বাউন্ডারি ও ৪টি ছক্কা। অন্যদিকে করণ লাল ৪০ বলে ৬৭ রান করেন। ৭টি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারিতে সাজানো ছিল তাঁর ইনিংস। বাকি কাজটা করেন হাবিব গান্ধী ও ঋত্বিক।
এর আগে পাঞ্জাবকে ৪ উইকেটে হারিয়েছিল বাংলা। সেই ম্যাচেও উইকেট পাননি সামি। রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তনের ম্যাচে মহম্মদ সামি সাত-সাতটি উইকেট নিয়েছিলেন। এখনই তাঁকে অস্ট্রেলিয়ার বিমানে বসিয়ে দেওয়া হোক, এমনই দাবি করেছিলেন অনেকে। অস্ট্রেলিয়ার পরিবর্তে নির্বাচকরা তাঁকে আরও কিছুটা দেখে নিতে চেয়েছিলেন। সেই কারণে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নামেন বঙ্গপেসার। সবার নজর ছিল সামির দিকেই। কিন্তু দুটো ম্যাচেই উইকেট নিতে পারেননি তিনি।
