আজকাল ওয়েবডেস্ক: যখন বল হাতে আগুন ঝরানোর দরকার ছিল, তখন বাংলার বোলাররা জ্বলে উঠতে পারলেন না। আর তার ফলে জেতা ম্যাচ মাঠে ফেলে এল বাংলা। কল্যাণীতে অসমের সঙ্গে ম্যাচ ড্রয়ের কোলে ঢলে পড়ল। সাত পয়েন্ট ঘরে তুলতে পারত বাংলা। তার পরিবর্তে বাংলার ঝুলিতে এল তিন পয়েন্ট। শেষ দিনে সাতটা উইকেট তোলা গেল না। দিনের শেষে অসমের রান ৯ উইকেটে ২৮২। 

তৃতীয় দিনের শেষে অসমের রান ছিল ৩ উইকেটে ৯৮। সাত পয়েন্টের স্বপ্ন দেখতে শুরু করেছিল বাংলা। উইকেটে ছিলেন দেনীশ দাস (৬৩*) ও সুমিত (৩০*)। ১৪৪ রানে পিছিয়ে ছিল অসম। গতদিনের রানের সঙ্গে ১০ রান যোগ করেন দেনীশ। ১১১ রান পার্টনারশিপে গড়েন দেনীশ ও সুমিত। একসময়ে অসমের রান ছিল ৩ উইকেটে ৮। দেনীশ ও সুমিত ধস সামলান। ঈশান পোড়েলের বলে  দেনীশ বোল্ড হলেও লড়াই চালিয়ে যান সুমিত। ২২২ বল খেলে ৬৭ রানে তিনি ফেরেন শাহবাজ আহমেদের বলে। অসমের রান তখন ৫ উইকেটে ১৭৭। তার পরে রুখে দাঁড়ান শিবশঙ্কর রায়। তিনি ও ঋতুরাজ বিশ্বাস অসমের রান ২২০-তে নিয়ে যান। শাহবাজই ফেরান ঋতুরাজকে (১৩)। অন্যদিকে শিবশঙ্কর বোল্ড হন ৫২ রানে। আবদুল আজিজ শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান ২৩ রানে। তাঁকে আর আউটই করা গেল না। অন্য প্রান্তে মুখতার হোসেনও অপরাজিত থেকে যান। 

অসমের রান যখন ৯ উইকেটে ২৮২, তখন আম্পায়ার খেলা শেষ করেন। অসমের ইনিংস আর শেষ করা হল না বাংলার বোলারদের। ম্যাচ হয়ে গেল ড্র।