আজকাল ওয়েবডেস্ক: হায়দরাবাদের মাঠে ইস্টবেঙ্গল ড্র করল। কিন্তু নিজামের শহরেই ক্রিকেটে জিতল বাংলা। 

বিজয় হাজারে ট্রফিতে বঙ্গ ব্রিগেড হারাল শক্তিশালী বরোদাকে। পাণ্ডিয়া ভাইরা থাকলেও বাংলা ৪২ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নেয় বাংলা। 

হৃদয় ভাঙতে পারে অনুষ্টুপ মজুমদারের। ৯৯ করে অপরাজিত থাকেন তিনি। তাঁর সঙ্গী সুমন্ত গুপ্ত ৮০ বলে ৬৯ রানের ইনিংস খেলেন। এই দুই ব্যাটারের জন্যই বাংলা খুব সহজেই বরোদাকে হারাল। 

বিজয় হাজারে ট্রফিতে বাংলার জয়ের ধারা অব্যাহত রইল। প্রথম ম্যাচ জেতার পরে দ্বিতীয় ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। শনিবার তৃতীয় ম্যাচেও জিতেল বাংলা। 

প্রথমে ব্যাট করে বরোদা পুরো ৫০ ওভার খেলতে পারেনি। ৪৮.৫ ওভারে বরোদার ইনিংস শেষ হয়ে যায় ২২৮ রানে। বরোদার ইনিংসে শ্বাশত রাওয়াত সর্বোচ্চ ৯৫ রান করেন। ভানু পানিয়া ৪২ রান করেন। কিন্তু হার্দিক (১) ও ক্রুনাল (৩)  রান পাননি। ফলে বরোদার ইনিংস শেষ হয়ে যায় ২২৮ রানে। 

রান তাড়া করতে নেমে বাংলা শিবিরের দুই ওপেনার অভিষেক পোড়েল (১) ও সুদীপ কুমার ঘরামি (১৭) রান পাননি। সুদীপ চট্টোপাধ্যায় ৩২ রানে রান আউট হয়ে যান। ৭১ রানে তিন উইকেট চলে যায় বাংলার। এর পরে অনুষ্টুপ ও সুমন্ত বাংলার হাল ধরেন। দুই ব্যাটার অপরাজিত থেকে বাংলাকে জয় এনে দেন। ১০৬ বলে অনুষ্টুপের দুর্দান্ত ৯৯ রানের ইনিংসে সাজানো ছিল ১২টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি। অন্যদিকে সুমন্ত গুপ্ত ৬৯ রানে মেরেছেন ৪টি চার ও একটি ছক্কা। 

এই দুই ব্যাটারই এনে দিলেন দারুণ জয়।