আজকাল ওয়েবডেস্ক: বিজয় হাজারে ট্রফিতে অসমের বিরুদ্ধে ৫৫ রানে তিন-তিনটি উইকেট নেন মহম্মদ সামি। সেই দিনই হৃদয় বিদারক খবরটি পেলেন তিনি। 

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বনবাস পর্ব কাটিয়ে জাতীয় দলে ফিরবেন মহম্মদ সামি। দেওয়াললিখন এমনই ছিল। কিন্তু বঙ্গপেসার উপেক্ষিতই থেকে গেলেন। জাতীয় দলের দরজা খুলল না তাঁর জন্য। 

সামির সাফল্যের দিন বাংলা ৮৫ রানে হারাল অসমকে। অভিমন্যু ঈশ্বরণ ১০২ রানের ইনিংস খেলেন। শাহবাদজ আহমেদ ৫৭ বলে চটজলদি ৬৬ রান করেন। সুদীপ কুমার ঘরামি (৩২) ও অনুষ্টুপ মজুমদারের  (৩১) সৌজন্যে বাংলা সাত উইকেটে ৩০২ রান করে। 

সেই রান তাড়া করতে নেমে অসম থেমে যায় ২১৭ রানে। পুরো পঞ্চাশ ওভার খেলতে পারেনি তারা। সামি বল হাতে বিপজ্জনক হয়ে ওঠেন। প্রদ্যুন সইকিয়া, সুমিত ঘাড়িগাওকর ও আকাশ সেনগুপ্তকে ফেরান সামি। 

তিনি যখন মাঠে ঘাম ঝরাচ্ছেন তখন নির্বাচকরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করছেন। শ্রেয়স আইয়ার চোট সারিয়ে ফিরলেন দলে। যদিও বিসিসিআই-এর সেন্টার অফ এক্সলেন্সের সবুজ সঙ্কেতের উপরে নির্ভর করছে শ্রেয়সের খেলা বা না খেলা। ঘাড়ের চোট সারিয়ে ফেরেন শুভমান গিলও। তাঁর হাতেই উঠেছে ওয়ানডে দলের নেতৃত্বের আর্মব্যান্ড। কিন্তু মহম্মদ সামির ফেরা আর হল না। তিনি থেকে গেলেন দলের বাইরেই। কবে যে তাঁর জন্য জাতীয় দলের দরজা খুলবে, সেটাই এখন দেখার। ঘরোয়া ক্রিকেটে ২০০ ওভারের কাছাকাছি বল করার পরেও সামি কেন দলে ঢুকতে পারছেন না, সেটাও কিন্তু ভাববার বিষয়।