আজকাল ওয়েবডেস্ক: ক্লাব বিশ্বকাপে ভাল ফল করছে পর্তুগালের ক্লাবগুলি। এবার রোনাল্ডোর দেশের ক্লাব বেনফিকা ১–০ গোলে হারিয়ে দিল বায়ার্ন মিউনিখকে। জয় পেয়েছে চেলসি। ৩–০ গোলে হারিয়েছে এসপেরান্স দে তিউনিসকে। বেনফিকা ও চেলসি ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গিয়েছে। অন্য ম্যাচে অকল্যান্ড সিটি ১–১ ড্র করেছে বোকা জুনিয়র্সের বিরুদ্ধে। ফ্ল্যামেঙ্গো ১–১ ড্র করল লস অ্যাঞ্জেলেস এফসি–র বিরুদ্ধে।
গরমে বায়ার্ন ও বেনফিকা দুই দলের ফুটবলারদেরই যথেষ্ট কষ্ট পেতে হয়েছে। শার্লটের স্টেডিয়ামে তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস। একাধিক বার জলপানের বিরতি নিতে হয়েছে। গরমে রীতিমতো অসুস্থ হয়ে পড়েন বেনফিকার জিয়ানলুকা প্রেসতিয়ানি। তাঁকে দ্বিতীয়ার্ধে তুলে নিতে হয়। গরমের জেরে হ্যারি কেন–সহ বায়ার্নের একাধিক খেলোয়াড়কেই খুঁজে পাওয়া যায়নি। ম্যাচের একমাত্র গোল ১৩ মিনিটে আন্দ্রেয়াস শেলদেরুপের। শেষ ষোলোয় বায়ার্নের প্রতিপক্ষ ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো।
এদিকে, চেলসির জার্সিতে প্রথম গোল পেলেন লিয়াম ডেলাপ। অপর দু’টি গোল টোসিন আদারাবিয়ো এবং টাইরিক জর্জের। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে চেলসিকে এগিয়ে দেন টোসিন। দু’মিনিট পরেই গোল ডেলাপের। দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোল করেন টাইরিক।
এদিকে, আবহাওয়ার জেরে অকল্যান্ড–বোকা জুনিয়র্স ম্যাচ বন্ধ রাখতে হয় ৫০ মিনিট। ২৬ মিনিটে লতারো দি লোলোর গোলে এগিয়ে গিয়েছিল বোকা জুনিয়র্স। দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরান ক্রিশ্চিয়ান গ্রে। স্টেডিয়ামের উপরে ঘন ঘন বজ্রপাত হতে থাকায় ৫৪ মিনিটে ম্যাচ বন্ধ করে দেন রেফারি। ৫০ মিনিট বন্ধ থাকার পর খেলা শুরু হয়। তবে দুই ক্লাবই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে।
অপর ম্যাচে, লস অ্যাঞ্জেলেসকে ৮৪ মিনিটে এগিয়ে দিয়েছিলেন ডেনিস বুয়াঙ্গা। দু’মিনিট পরেই গোল শোধ করেন ফ্ল্যামেঙ্গোর ওয়ালাস ইয়ান।
