আজকাল ওয়েবডেস্ক: মহম্মদ সিরাজের শর্ট ডেলিভারির কোনও উত্তর ছিল না বেন স্টোকসের কাছে। তাঁর ব্যাট ছুঁয়ে যাওয়া বল তালুবন্দি করলেন ঋষভ পন্থ। টেস্ট কেরিয়ারে বিরল অভিজ্ঞতা হল স্টোকসের। 

এজবাস্টন টেস্টের তৃতীয় দিন পরপর দুই বলে জো রুট ও স্টোকসকে আউট করেন সিরাজ। স্টোকস ফেরেন শূন্য রানে।

টেস্ট কেরিয়ারে আগেও ১৫ বার শূন্য রানে আউট হয়েছিলেন স্টোকস। তবে প্রথম বলে আউট হলেন তিনি এই প্রথম। 

২০২-তম ইনিংসে এসে এই স্বাদ পেলেন ৩৪ বছর বয়সী স্টোকস। 

এর আগে তিনি ২ বলে শূন্য রানে আউট হয়েছিলেন তিন বার। ১৭ বলে শূন্য রানে আউট হয়েছিলেন ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। 

ভারতের বিরুদ্ধে টেস্টে স্টোকস দেখলেন গোল্ডেন ডাক। ভারতের বিরুদ্ধে ৪৩ ইনিংসে ১ হাজার ২৫ রান করেন। তাঁর গড় ২৪.৪০। 

ভারতের বিরুদ্ধে এক হাজার রান করা ৫৩ ব্যাটসম্যানের মধ্যে সর্বনিম্ন ব্যাটিং গড় এটিই। ৩০-এর নীচে গড় নেই স্টোকস ছাড়া আর কারওরই।