আজকাল ওয়েবডেস্ক: দুর্ধর্ষ ফর্মে শুভমন গিল। এজবাস্টনে জোড়া ইনিংসে ২৬৯ এবং ১৬১ রান করেন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক টেস্টের দুই ইনিংসে দেড়শোর বেশি রান করার নজির গড়েন। ৩৩৬ রানে দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় ভারত। অধিনায়ক হিসেবে গিলের প্রথম টেস্ট জয়। এজবাস্টনে ৪৩০ রান করেন। দুই টেস্টে মোট ৫৮৫ রান। এখনও তিনটে টেস্ট বাকি। আইকনিক লর্ডসেও ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাইবেন শুভমন। প্রথম দুই টেস্টে পারেননি। লর্ডসে কি গিলকে থামাতে পারবে ইংল্যান্ড? অধিনায়কের দাবি, তাঁদের বিশেষ পরিকল্পনা রয়েছে। বেন স্টোকস বলেন, 'প্রত্যেক ভারতীয় ব্যাটারের জন্য আমাদের আলাদা পরিকল্পনা রয়েছে। তবে ভাল প্লেয়াররা ভাল খেলবেই। গিল প্রথম দুটো ম্যাচে খুবই ভাল খেলেছে।'
চার বছর পর টেস্টে ফিরছেন জোফ্রা আর্চার। যশ টাংয়ের জায়গায় দলে ফিরবেন তারকা বোলার। ইংল্যান্ড দলে এটাই একমাত্র পরিবর্তন। এই প্রসঙ্গে স্টোকস বলেন, 'কয়েক বছর ধরে চোটের ফলে যে সেটব্যাকগুলো হয়েছে, সেগুলো ও খুব ভালভাবে সামাল দিয়েছে। যেভাবে মাঠে ফিরেছে, প্রশংসনীয়। আগের ম্যাচে ও ফেরায় ভাল লেগেছিল। তবে এখন বলতে পারি, ও প্রথম একাদশে থাকছে। দুটো বড় চোটের পর এই জায়গায় ফিরতে পেরে জোফ্রা অবশ্যই গর্বিত হবে।যখনই ইংল্যান্ডের হয়ে খেলেছে, ছোট ফরম্যাট হলেও, বল হাতে পেলেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমার মনে হয়, প্রতিপক্ষও সেটাই মনে করে। কারণ সবাই জানে ও কী করতে পারে।' আর্চার ফিরলেও নেই গাস আটকিনসন। তবে লর্ডসের উইকেট প্রথম দুই টেস্ট ম্যাচের মতো হবে না। চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ভারতীয় ব্যাটারদের।
