আজকাল ওয়েবডেস্ক: বুধবার থেকে শুরু দ্বিতীয় টেস্ট। প্রত্যাবর্তনের লক্ষ্যে টিম ইন্ডিয়া। অন্যদিকে ঋষভ পন্থকে রোখার স্ট্র্যাটেজি সাজাতে ব্যস্ত ইংল্যান্ড শিবির। বিপক্ষের শিবিরে সবচেয়ে ভয়ঙ্কর প্লেয়ার হিসেবে বেন স্টোকস বেছে নেন ভারতের উইকেটকিপার ব্যাটারকে। জানান, ব্যক্তিগতভাবেও তাঁর ফেভারিট পন্থ। তাঁর খেলা দেখতে পছন্দ করেন। এজবাস্টন টেস্ট শুরুর আগে এমনই দাবি করেন ইংল্যান্ডের অধিনায়ক। স্টোকস বলেন, 'ও আমার প্রতিপক্ষ শিবিরে থাকলেও, আমি ওর খেলা দেখতে ভালবাসি। ওর মতো প্রতিভাকে ফ্রি ছেড়ে দিলে, কী হয় সবাই দেখেছে। খুব ভয়ঙ্কর প্লেয়ার। আমি ওর খেলা উপভোগ করি।' 

সাদা বলে তো অবশ্যই, লাল বলের ক্রিকেটেও বোলারদের পরিকল্পনা ভেস্তে দিতে পারেন পন্থ। প্রথম টেস্টে জোড়া শতরান করেন। মিডল অর্ডারে বড় ভরসা পন্থ। এজবাস্টনেও টিম ইন্ডিয়ার ট্রাম্প কার্ড হতে পারেন তিনি। বিশেষ করে এমন একটা পিচে, যা ম্যাচের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফ্ল্যাট হয়ে যাবে। গত এক সপ্তাহ ধরে যশপ্রীত বুমরার খেলা নিয়ে জল্পনা চলছে। শোনা যাচ্ছে, তারকা পেসারকে দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হবে। তবে এই প্রসঙ্গে বিশেষ মন্তব্য করতে চাননি ইংল্যান্ডের অধিনায়ক। স্টোকস বলেন, 'সেটা ভারতের সমস্যা।'

প্রথম টেস্টে জয়ের পর এজবাস্টন টেস্টেও একই দল ঘোষণা করেছে ইংল্যান্ড। প্রথম পাঁচে কোনও পরিবর্তন নেই। রয়েছেন জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট এবং হ্যারি ব্রুক। উইকেটের পেছনে থাকছে জেমি স্মিথ। বোলিং বিভাগেও পরিবর্তনের সম্ভাবনা নেই। তিন পেসার ক্রিস ওকস, ব্রাইডন কার্স এবং জস টাং। একমাত্র স্পিনার শোয়েব বশির। পারিবারিক ইমার্জেন্সীর জন্য পাওয়া যাবে না জোফ্রা আর্চারকে। তবে তারকা পেসারের দলে থাকার গুরুত্বের কথা জানালেন স্টোকস। বলেন, 'দীর্ঘদিন টেস্টের পরিবেশের মধ্যে নেই জোফ। আশা করব সিরিজে নিজের ভূমিকা পালন করবে।' পাঁচ ম্যাচের সিরিজ ১-০ তে এগিয়ে থাকলেও, দলে কোনও আত্মতুষ্টি প্রবেশ করতে দিতে চান না স্টোকস। শূন্য থেকে শুরু করতে চান। তবে আগের ম্যাচে আত্মবিশ্বাস বেড়েছে। চতুর্থ ইনিংসে বড় রান তাড়া করে জেতার বিষয়ে আশাবাদী। অন্যদিকে দ্বিতীয় টেস্টে প্রত্যাবর্তনের লক্ষ্যে টিম ইন্ডিয়া। দলে কয়েকটা পরিবর্তন আশা করা যাচ্ছে।