আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের দল ঘোষণা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে ক্রিকেটমহলে। মূলত দুটো বিষয় নিয়ে চর্চা চলছে। এক, শুভমন গিলকে সহ অধিনায়ক করা। দ্বিতীয়ত, শ্রেয়স আইয়ারের‌ বাদ পড়া। মুম্বইয়ে সাংবাদিক সম্মেলন করে এশিয়া কাপের দল ঘোষণা করেন বিসিসিআইয়ের মুখ্য নির্বাচক অজিত আগরকর এবং অধিনায়ক সূর্যকুমার যাদব। গিলকে নিয়ে চর্চা চলছিলই। শেষমেষ সুযোগ দেওয়া হয় টেস্ট অধিনায়ককে। এশিয়া কাপের দলে রাখা হয় যশপ্রীত বুমরাকে।‌ শ্রেয়স আইয়ার ছাড়াও বাদ পড়েন ওয়াশিংটন সুন্দর এবং প্রসিদ্ধ কৃষ্ণ। মনে করা হচ্ছে, টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই দল গড়া হয়েছে। তবে যারা বাদ পড়েছে, তাঁদের আশা রাখার আশ্বাস দেন অজিত আগরকর। দাবি করেন, এটাই বিশ্বকাপের চূড়ান্ত দল, এমন ভাবার কোনও কারণ নেই। টি-২০ বিশ্বকাপের আগে ২০টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। 

আগরকর বলেন, 'সুন্দরের কথা আমাদের মাথায় আছে। এটা বিশ্বকাপের চূড়ান্ত দল নয়। এই মুহূর্তে দলে তিনজন স্পিনার আছে। চতুর্থ স্পিনারের প্রয়োজন হলেই ও দলে চলে আসবে। এই মুহূর্তে আমাদের মনে হয়েছে বাড়তি ব্যাটার হিসেবে রিঙ্কু সিংকে দরকার। জীতেশ‌ এবং সঞ্জু উইকেটকিপার। আমরা শুধু ১৫ জনকে বাছতে পারব। ১৬ জন নেওয়া গেলে হয়ত ও থাকত।' বিশ্বকাপের জন্য কোর দল একই থাকবে। তবে বাকিদের জন্য দরজা খোলা থাকবে। টি -২০ বিশ্বকাপের আগে বাকিরা সংক্ষিপ্ত ফরম্যাটে কেমন খেলে তার ওপর নির্ভর করবে। 

এই প্রসঙ্গে আগরকর বলেন, 'বিশ্বকাপের আগে আরও ২০ টা ম্যাচ খেলা হবে। তাতে একটা আন্দাজ পাওয়া যাবে। প্রত্যেক বিশ্বকাপের পর পরেরটার পরিকল্পনা শুরু হয়। বাকি ম্যাচগুলো থেকে একটা আভাস পাওয়া যাবে। চোট এবং ফর্মের ওপর কিছুটা নির্ভর করছে। দলে পরিবর্তন হতেই পারে। কোনও গ্যারান্টি নেই। তবে সাধারণত সামনে বিশ্বকাপ বলে, সেরা ১৮-২০ জন মাথায় থাকে। আমাদের হাতে কয়েকটা ভাল বিকল্প আছে।' শ্রেয়স আইয়ারকে বাদ দেওয়া নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। ক্রিকেট পণ্ডিতরাও প্রশ্ন তুলেছেন। আইপিএলে দারুণ ফর্মে ছিলেন পাঞ্জাব কিংসের নেতা। তার আগের কোটিপতি লিগে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করেন। তখন নাইটদের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর। পরপর দুটো আইপিএলে নিজেকে প্রমাণ করার পরও কেন শ্রেয়সকে বাদ পড়তে হল, এই নিয়ে প্রশ্ন উঠছে।