আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের বিরুদ্ধে অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে লজ্জাজনক হারের বিষয়টি কোনওভাবেই হালকাভাবে নিতে নারাজ ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

সদ্য সমাপ্ত টুর্নামেন্টে আয়ুষ মাত্রে নেতৃত্বাধীন দলের পারফরম্যান্স খতিয়ে দেখতে বিসিসিআই একটি বিস্তারিত রিভিউ প্রক্রিয়া শুরু করতে চলেছে।

ফাইনালে ওঠার আগে টিম ইন্ডিয়া ছিল দুর্দান্ত ফর্মে। টুর্নামেন্টে সব ম্যাচ জিতে আত্মবিশ্বাসের সঙ্গে শিরোপা দখলের লড়াইয়ে পৌঁছেছিল তারা। কিন্তু দুবাইয়ে অনুষ্ঠিত ফাইনালে সম্পূর্ণ ভিন্ন ছবি ধরা পড়ে।

অনুর্ধ্ব-১৯ দল ভারতকে কার্যত একতরফা ভাবে পরাস্ত করে ১৯১ রানের বিশাল জয় তুলে নেয়। প্রথমে ব্যাট করে পাকিস্তান ৫০ ওভারে ৮ উইকেটে তোলে ৩৪৭ রান।

জবাবে ভারতীয় দল মাত্র ১৫৬ রানে অল আউট হয়ে যায়। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী, সোমবার অনুষ্ঠিত বিসিসিআইয়ের অনলাইন অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকেই এই রিভিউয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে এশিয়া কাপে দলের পারফরম্যান্স নিয়ে আলোচনা হয় এবং সদস্যরা একমত হন যে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা প্রয়োজন।

বিশেষ করে ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে লড়াইয়ে সম্পূর্ণ ব্যর্থ হওয়ায় টিম ম্যানেজমেন্টের কাছে ব্যাখ্যা চাইতে পারে বোর্ড।

টিম ম্যানেজার সলিল দাতারের কাছ থেকে একটি রিপোর্ট চাওয়া হবে, যা নিয়মিত প্রক্রিয়ার অংশ। তবে এর পাশাপাশি প্রধান কোচ হৃষিকেশ কানিটকার এবং অধিনায়ক আয়ুষ মাত্রের সঙ্গেও আলাদা করে আলোচনা করতে চায় বিসিসিআই, যা সাধারণ রিভিউয়ের তুলনায় ব্যতিক্রমী পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে।

অপারেশন সিঁদুরের পর পাকিস্তানের বিরুদ্ধে ভারত যতবার মুখোমুখি হয়েছে কোনওবারেই হারতে হয়নি। কিন্তু অনুর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে একপেশের হারের পর তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছে ভারতীয় দলকে। তবে এখনও স্পষ্ট নয়, ফাইনালের সময় মাঠে খেলোয়াড়দের আচরণ নিয়েও আলোচনা হবে কি না।

ভারত-পাকিস্তান ফাইনালে উত্তেজনার পারদ চড়তে দেখা গিয়েছে একাধিকবার। আউট হওয়ার পর পাকিস্তানি পেসার আলি রাজাকে ঘিরে অনাকাঙ্ক্ষিত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন বৈভব সূর্যবংশী এবং অধিনায়ক আয়ুষ মাত্রে।

ফাইনালের পরে পাকিস্তান দলের মেন্টর সরফরাজ আহমেদও ভারতীয় দলের আচরণ নিয়ে কড়া মন্তব্য করেন। তাঁর অভিযোগ, মাঠে ভারতীয় ক্রিকেটারদের আচরণ মোটেও খেলোয়াড়সুলভ ছিল না।

এই রিভিউ প্রক্রিয়ার গুরুত্ব আরও বেড়ে যাচ্ছে কারণ শীঘ্রই অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে। এখনও পর্যন্ত ভারতের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা হয়নি।

তার আগেই দলের দুর্বলতা ও সমস্যাগুলি চিহ্নিত করে তা সমাধান করতে চাইছে বিসিসিআই, যাতে বিশ্বকাপে কোনও অপ্রত্যাশিত ধাক্কা না আসে।

এছাড়াও, ফাইনালে ১৪ বছর বয়সি বৈভব সূর্যবংশীর আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে। আউট হওয়ার পর পাকিস্তানি পেসার আলি রাজা বিদায় জানালে সূর্যবংশীকে নিজের জুতোর দিকে ইশারা করতে দেখা যায়।

অন্যদিকে, অধিনায়ক আয়ুষ মাত্রেকেও একই পেসারের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহার করতে দেখা গেছে, যা ক্যামেরাবন্দি হয়েছে।