আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফির দল নিয়ে কাটাছেঁড়া চলছে। ক্রিকেট বিশেষজ্ঞরা নিজস্ব মতামত দিচ্ছে। বোর্ড এবং টিম ম্যানেজমেন্টের ওপর গুরুতর অভিযোগ তুললেন ভারতের এক প্রাক্তন ক্রিকেটার। অনেক ক্রিকেটারের বাদ পড়া নিয়ে আলোচনা হচ্ছে। কিন্তু যুজবেন্দ্র চাহালের কথা কেউ বলছে না। এবার তাঁর প্রসঙ্গ তুলে বোর্ডকে কাঠগড়ায় দাঁড় করালেন আকাশ চোপড়া। তাঁর দাবি, অকারণে বোর্ড এবং টিম ম্যানেজমেন্ট তাঁর কেরিয়ার শেষ করে দিয়েছে। দু'বছর আগে যখন তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়, চাহালের পরিসংখ্যান যথেষ্ট ভাল ছিল। তিনি মনে করেন, ভাল পারফর্ম করা সত্ত্বেও তারকা স্পিনারকে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে রাখা হয়েছে। নিজের ইউ টিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, 'যুজবেন্দ্র চাহাল শেষ হয়ে গিয়েছে। ওর ফাইল বন্ধ হয়ে গিয়েছে। ওরা কেন এটা করল সেই বিষয়ে আমার ধারণা নেই। ও ২০২৩ সালের জানুয়ারিতে শেষবার ভারতের জার্সিতে খেলেছে। দু'বছর হয়ে গিয়েছে। ওর পরিসংখ্যান যথেষ্ট ভাল। প্রচুর উইকেট নিয়েছে। নিয়মিত ভাল বল করছিল।'
৭২টি একদিনের আন্তর্জাতিকে ১২১ উইকেট নিয়েছে চাহাল। কিন্তু ২০২৩ সালের আগস্ট থেকে ভারতের জার্সিতে কোনও ফরম্যাটেই খেলেনি। ব্যক্তিগত সমস্যার জন্য বিজয় হাজারেতে অংশ নিতে পারেননি। দু'বছর দলের বাইরে থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির দলের জন্য ওর কথা ভাবা হয়নি। চোপড়া বলেন, 'দু'বছর হয়ে গিয়েছে ভারতীয় দলে সুযোগ পায়নি। আর যুজির কোনও জায়গা নেই। কারণ হঠাৎ ওকে নেওয়া হলে অনেক প্রশ্ন উঠবে।' চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য চারজন স্পিনারকে দলে রাখা হয়েছে। এই তালিকায় রয়েছেন কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর। স্বাভাবিকভাবেই দু'বছর জাতীয় দলের বাইরে থাকায় চাহালের কথা ভাবা হয়নি।
