আজকাল ওয়েবডেস্ক:‌ চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ধোঁয়াশা এখনও অব্যাহত। ভারত আগেই জানিয়ে দিয়েছে পাকিস্তানে খেলতে যাবে না। বরং হাইব্রিড মডেলে টুর্নামেন্ট হোক চাইছে ভারত। কিন্তু পাকিস্তান তা মানতে চাইছে না। ভারত চায় দুবাইয়ে খেলতে। আর ভারত যদি ফাইনালে ওঠে সেক্ষেত্রে ফাইনাল হোক দুবাইয়ে। এমনই চেয়েছে ভারত। তবে সূত্রের খবর, পাকিস্তান ক্রিকেট বোর্ড সুর কিছুটা নরম করেছে। তবে আইসিসি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তার উপর ভারতের দাবি মানলেও পাল্টা পিসিবিও কিছু শর্ত চাপিয়েছে।

এই পরিস্থিতিতে বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা মনে করছেন, নিশ্চিত বন্ধুত্বপূর্ণ কিছু সমাধান বেরিয়ে আসবে। তাঁর কথায়, ‘‌আমরা হাইব্রিড মডেলে টুর্নামেন্ট চাইছি। আইসিসি চেয়ারম্যান বিষয়টি দেখছেন এবং পিসিবির সঙ্গে আলোচনা করছেন। আশা করি দুই দেশের দিকে তাকিয়ে বন্ধুত্বপূর্ণ সমাধানই বেরিয়ে আসবে।’‌ পাকিস্তানে খেলতে যাওয়া না নিয়ে শুক্লা বলেছেন, ‘‌ক্রিকেটারদের নিরাপত্তা আমাদের কাছে সবার আগে। তাই পাকিস্তানে দল পাঠাব না। মধ্যবর্তী কিছু উপায় বেরিয়ে আসুক সেটাই চাইছি।’‌ 


সূত্রের খবর, আইসিসির সদস্য দেশগুলো পিসিবির উপর বিরক্ত। জেদ ধরে রাখায়। তাই পিসিবিও সম্ভবত এই হাইব্রিড মডেল মেনে নিতে চলেছে। তবে আইসিসি একটা অন্য প্রস্তাবও পিসিবিকে দিয়েছে। বলা হয়েছে, ২০২৬ সালের টি২০ বিশ্বকাপ ভারতে হলেও পাকিস্তান খেলুক কলম্বোয়। আর ২০২৭ সালের পর মহিলাদের একটা বিশ্বকাপ পাকিস্তানকে দেওয়া হবে।