আজকাল ওয়েবডেস্ক:‌ এশিয়া কাপ খেলতে দুবাই চলে গেছে টিম ইন্ডিয়া। শুক্রবার থেকে অনুশীলনও শুরু করে দিয়েছে। ভারতীয় দলের অনুশীলনের সেই ছবি প্রকাশ্যেও এসেছে। আইসিসি অ্যাকাডেমিতে ভারতীয় দলের অনুশীলনের ছবি প্রকাশ্যে এনেছে বিসিসিআই।


চুলের নতুন ছাঁটে সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়াদের দেখা গেছে। কিন্তু সব কিছুকে ছাপিয়ে গিয়েছে ভারতীয় দলের অনুশীলনের জার্সি। এই প্রথম স্পনসরহীন ভারতীয় দলের জার্সি দেখা গেল। সেখানে শুধু লেখা ‘ইন্ডিয়া’। ‘ড্রিম১১’ আর স্পনসর না থাকায় এশিয়া কাপে ভারতীয় দলকে স্পনসর ছাড়াই খেলতে হবে। ভারতীয় বোর্ড সদ্য নতুন স্পনসর যোগাড় করার প্রক্রিয়া শুরু করেছে।

 

আরও পড়ুন:‌ ভারতে বিশ্বকাপ উদ্বোধনের মঞ্চে থাকছে না পাকিস্তান, কেন এই সিদ্ধান্ত নিলেন ফাতিমা সানারা জানুন


ভারতীয় দলের অনুশীলনে দেখা গেছে সোনালি চুলের হার্দিক ভক্তদের সঙ্গে কথা বলছেন, সই দিচ্ছেন। দেখা গিয়েছে জসপ্রীত বুমরা কথা বলছেন অভিষেক শর্মার সঙ্গে। সঞ্জু স্যামসন কথা বলছেন ফিল্ডিং কোচ এবং প্রধান কোচ গৌতম গম্ভীরের সঙ্গে। এঁরা ছাড়াও অনুশীলনে ছিলেন ব্যাটিং কোচ সিতাংশু কোটাক এবং বোলিং কোচ মর্নি মরকেল। সূর্যকুমার, শুভমান গিল, সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা, তিলক ভার্মা এবং অভিষেক শর্মারা ব্যাটিং সেশনে অংশ নিয়েছিলেন। কিন্তু সব কিছুকে ছাপিয়ে গিয়েছে দলের স্পনসরহীন জার্সি।


প্রসঙ্গত, আগামী মঙ্গলবার থেকে এশিয়া কপ শুরু হচ্ছে। ভারতের প্রথম ম্যাচ বুধবার সংযুক্ত আরব আমিরাশাহির বিরুদ্ধে। এরপর ১৪ সেপ্টেম্বর পাকিস্তান ও ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে খেলবে ভারত। 

 

আরও পড়ুন:‌ বদলা!‌ জকোভিচকে স্ট্রেট সেটে উড়িয়ে ইউএস ওপেনের ফাইনালে আলকারাজ...


এটা ঘটনা, এশিয়া কাপের আগে ভারতের বেশ কয়েক জন সিনিয়র ক্রিকেটার এক মাস বিরতি পেয়েছিলেন। দুবাইয়ের গরমের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য বোর্ড এবার ক্রিকেটারদের কিছুটা আগেই সেখানে পাঠিয়ে দিয়েছে। আর তারপরেই দেরি না করে অনুশীলন শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। 

আগেই জানা গিয়েছিল ভারতীয় ক্রিকেট দলের একাধিক খেলোয়াড় এবং হেড কোচ গৌতম গম্ভীর বৃহস্পতিবার সন্ধেয় দুবাই পৌঁছন। রওনা হওয়ার আগে মুম্বই বিমানবন্দরে অধিনায়ক সূর্যকুমার যাদব ও অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার সঙ্গে একসঙ্গে দেখা গিয়েছিল কোচ গম্ভীরকে। পরে দুবাই বিমানবন্দরে এক সমর্থকের সঙ্গে ছবি তুলতেও দেখা যায় তাঁকে। ঋষভ পন্থ, অভিষেক শর্মা, হর্ষিত রানা ও কুলদীপ যাদবও বৃহস্পতিবার সন্ধেয় দুবাইয়ে অবতরণ করেন। প্রসঙ্গত, এশিয়া কাপের আগে এবার নিয়মের পরিবর্তন ঘটিয়েছে বিসিসিআই। সাধারণত বড় টুর্নামেন্টের আগে মুম্বইয়ে গোটা দল একসঙ্গে জড়ো হয়ে বিদেশ যাত্রা করলেও, এবার খেলোয়াড়রা আলাদা আলাদা শহর থেকে সরাসরি দুবাই গিয়েছেন। এর কারণ চলতি ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা।

 

আরও পড়ুন:‌ স্বভাব বদলাল না, বিপক্ষের গায়ে থুতু ছিটিয়ে বড় শাস্তি পেলেন সুয়ারেজ ...

এটা ঘটনা, এশিয়া কাপের জন্য স্কোয়াডে থাকা খেলোয়াড়দের মধ্যে অর্শদীপ সিং ও হর্ষিত রানা নর্থ জোনের হয়ে দলীপ ট্রফি কোয়ার্টার ফাইনালে খেলে যাচ্ছেন, আর কুলদীপ যাদব সেন্ট্রাল জোনের হয়ে নর্থ ইস্ট জোনের বিপক্ষে মাঠে নামবেন।