আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। তার পর গর্জে উঠেছে বাংলাদেশ। সে দেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু বদলানোর জন্য অনুরোধ করেছেন বিসিবি-র কাছে। 

৭ ফেব্রুয়ারি থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের বল গড়াচ্ছে। হাতে সময় বিশেষ নেই। এই স্বল্প সময়ে বিশ্বকাপের ভেন্যু বদলানো কার্যত অসম্ভব বলেই মনে করছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। 

এবার বিশ্বকাপের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা। গ্রুপ পর্বে বাংলাদেশের চারটে ম্যাচ রয়েছে ভারতে। 
ভারতে এলে পর্যাপ্ত নিরাপত্তা পাওয়া যাবে না, এমনই আশঙ্কা করছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা।  যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফ থেকে এবিষয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে বোর্ডের এক সূত্র একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, ''কারও খামখেয়ালিপনার বশে হঠাৎ করে ম্যাচের ভেন্যু বদলানো যায় না। প্রতিপক্ষ দলগুলোর বিমানের টিকিট, হোটেল বুকিং সবই করা হয়ে গিয়েছে।'' 

 বিসিসিআই-এর সংশ্লিষ্ট কর্তাটি আরও বলেছেন, ''প্রতিদিনই তিনটি করে ম্যাচ রয়েছে। একটি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। সেখানে সম্প্রচার টিমও রয়েছে। সব মিলিয়ে বিষয়টা অত সহজ নয়।'' 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করেই ক্ষান্ত বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা। কিন্তু অনুরোধ-দাবি আর বাস্তবায়নের মধ্যে জমিন-আসমান পার্থক্য। শেষ পর্যন্ত কী হয়, তা বলবে সময়।