আজকাল ওয়েবডেস্ক: বর্ডার-গাভাসকর সিরিজ হারের পর টিম ইন্ডিয়ার ক্রিকেটারদের জন্য নতুন নিয়মকানুন তৈরি হচ্ছে। দশটি নতুন গাইডলাইন করা হয়েছে। যা মেনে চলতে হবে ভারতীয় ক্রিকেটারদের। তারমধ্যে একটি নিয়ম হল, দলের সব ক্রিকেটারকে একই হোটেলে থাকতে হবে। এই নিয়েই এবার সরব হন ইরফান পাঠান। কীভাবে প্লেয়ারদের অন্য হোটেলে থাকার অনুমতি দেওয়া হয়েছিল, সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তোলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। তিনি জানান, অতীতে দলের সেরা প্লেয়াররাও অন্য হোটেলে থাকেনি। ইরফান পাঠান বলেন, 'অতীতের সেরা প্লেয়াররাও দলের বাকিদের সঙ্গে টিম হোটেলেই থাকত। প্রথমত আলাদা হোটেলে থাকার অনুমতি কেন দেওয়া হল?' নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন ইরফান।
প্রাক্তন অলরাউন্ডারের পোস্টে একজন জিজ্ঞাসা করেন, ইরফান বিরাট কোহলিকে ইঙ্গিত করছেন কিনা। তার উত্তরে জুনিয়র পাঠান বলেন, 'না, আমি বিরাটের কথা বলছি না।' দলের মধ্যে শৃঙ্খলা এবং একতা বজায় রাখতে, বৃহস্পতিবার দশটি নতুন গাইডলাইনের কথা জানানো হয় বোর্ডের পক্ষ থেকে। জানা গিয়েছে, এই নিয়মকানুন আনতে চেয়েছেন খোদ গৌতম গম্ভীর। কেউ নিয়ম না মেনে চললে কড়া শাস্তির মুখে পড়তে হবে। কাটা যেতে পারে বেতন। আইপিএল খেলার ওপরও আসতে পারে নিষেধাজ্ঞা। এই নিয়মের বাইরে কিছু করতে হলে, গৌতম গম্ভীর বা অজিত আগরকরের আগাম অনুমতি নিতে হবে।
