আজকাল ওয়েবডেস্ক: কয়েকদিন আগেই প্যাট কামিন্স দাবি করেছিলেন, চেতেশ্বর পূজারা অস্ট্রেলিয়া সফরের দলে না থাকায় তিনি অবাক। জানান, ভারতের টেস্ট তারকাকে মিস করবেন। অস্ট্রেলিয়া অধিনায়কের এই কথাকে একটু বেশিই গুরুত্ব দিয়ে ফেলেছে বিসিসিআই। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের দলে পূজারাকে অন্তর্ভুক্ত করার কথা ভাবছে বোর্ড। গত দুই অস্ট্রেলিয়া সফরে কামিন্সদের যথেষ্ট বেগ দেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে পূজারার অভিজ্ঞতার কথা মাথায় রেখে তাঁকে দলে রাখা হতে পারে। ২৮ অক্টোবর দল ঘোষণা করা হবে। ২০১৮-১৯ মরশুমে অস্ট্রেলিয়া সিরিজে সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিলেন পূজারা। ৫২১ রান করেন তিনি। তিন বছর পর আবার অস্ট্রেলিয়া সফরে ভারতের ব্যাটিংয়ের মেরুদণ্ড ছিলেন ৩৬ বছরের ক্রিকেটার। ২৭১ রান করেন। দুই সফরেই সবচেয়ে বেশি বল খেলে স্টার্ক, কামিন্স, হেজেলউডদের আক্রমণ ভোঁতা করে দেন। ১০৩ টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু গত জুনে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর আর কোনও টেস্ট খেলেননি পূজারা। অর্থাৎ এক বছরেরও বেশি টেস্ট খেলেননি। কিন্তু তাসত্ত্বেও অভিজ্ঞতার ভিত্তিতে তাঁর কথা ভাবা হচ্ছে। শেষপর্যন্ত বর্ডার-গাভাসকর ট্রফিতে খেলার সুযোগ পেলে অবাক হওয়ার কিছু নেই। এখনও রানের খিদে রয়েছে পূজারার। রঞ্জি ট্রফির শেষ রাউন্ডে ছত্তিশগড়ের বিরুদ্ধে ৩৮৩ বলে ২৩৪ রান করেন।
অন্যদিকে বাংলাদেশ সিরিজে ভাল পারফরম্যান্স সত্ত্বেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে নেই নীতিশ রেড্ডি। ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে যাবেন তিনি। চোট থেকে ফেরার পর উল্লেখযোগ্য কিছু না করলেও, প্রোটিয়াদের বিরুদ্ধে সুযোগ পেতে পারেন শার্দূল ঠাকুর। মায়াঙ্ক যাদব এবং হরষিত রানার মধ্যে একজনকে নেওয়া হতে পারে। পেসারদের মধ্যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট দলে থাকবেন যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ। সদ্য মহম্মদ সামি নিজেকে ফিট ঘোষণা করেছে। তবে সিরিজের শুরুর দিকে তাঁকে নাও পাওয়া যেতে পারে। ২২ নভেম্বর থেকে পারথে প্রথম টেস্ট। তার আগে সামির সম্পূর্ণ ফিট হয়ে ওঠা কঠিন।
