আজকাল ওয়েবডেস্ক: সদ্য শেষ হয়েছে বর্ডার গাভাসকার ট্রফি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ৩-১ ফলাফলে হারতে হয়েছে ভারতকে। ১০ বছর পর হাতছাড়া হয়েছে বর্ডার গাভাসকার ট্রফি। এরপরেই পরবর্তী বড় ইভেন্ট রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। বিজিটিতে ভারতের টপ অর্ডার বিশেষ করে সিনিয়রদের ব্যর্থতার পর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাদের ঝালিয়ে নিতে চাইছে বিসিসিআই। অন্যদিকে, ৩২ উইকেট নিয়ে সিরিজের সেরা হয়েছেন জসপ্রীত বুমরা। আসন্ন ইংল্যান্ড সিরিজে তাঁকে বিশ্রাম দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ফিট বুমরাকে দেখতে চাইছে বোর্ড।
২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হবে ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত। তবে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট হওয়ার কারণে ভারতের সব ম্যাচ হবে দুবাইয়ে। ভারতের অধিনায়ক হবেন রোহিত শর্মাই। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কয়েক দিন পরেই বোর্ডের তরফে জানানো হয় চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক হবেন হিটম্যানই। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতের সাদা বলের দলের সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় শুভমান গিলকে। এর আগে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার ডেপুটি ছিলেন হার্দিক পাণ্ডিয়া। তবে বিজিটিতে দুর্দান্ত পারফরম্যান্সের পর ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিডারশিপে পরিবর্তন দেখা যেতে পারে।
এক রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সহ-অধিনায়ক হতে পারেন জসপ্রীত বুমরা। ২০২২ সালের শুরুতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে তিনি কেএল রাহুলকে সহায়তা করেছিলেন সহ অধিনায়ক হিসেবে। ২০২৩ সালে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন তিনি। বর্ডার গাভাসকার ট্রফিতেও দুটি ম্যাচে অধিনায়কের ভূমিকায় দেখা গিয়েছে তাঁকে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ইংল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজে ক্রিকেটারদের ঝালিয়ে নিতে চাইছে বিসিসিআই। সূত্রের খবর, রোহিত শর্মা এবং বিরাট কোহলিকেও পরামর্শ দেওয়া হয়েছে সিরিজে খেলার।
