আজকাল ওয়েবডেস্ক: লাল বলের ক্রিকেটে কি চাকরি হারাতে চলেছেন গৌতম গম্ভীর? ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে বিশ্রী সিরিজ হার তাঁর টেস্ট ভবিষ্যতকে প্রশ্নের মুখে ফেলেছে। সাদা বলের ক্রিকেটে টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে সাফল্য এলেও, টেস্টের ক্ষেত্রে তেমন বলা যাবে না। সেনা দেশগুলোর মধ্যে ১০টি টেস্ট হেরেছেন। জানা গিয়েছে, গত মাসে প্রোটিয়াদের বিরুদ্ধে ০-২ এ টেস্ট সিরিজ হারের পর বোর্ডের এক কর্তা ভিভিএস লক্ষ্মণের সঙ্গে কথা বলেন। তবে বন্ধুত্বপূর্ণ আলোচনা। তিনি ভারতের টেস্ট দলকে কোচিং করাতে ইচ্ছুক কিনা সেটা জানতে চাওয়া হয়। তবে এখনই তেমন কোনও সম্ভাবনা নেই। তেমন ইচ্ছা প্রকাশ করেননি লক্ষ্মণ। বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে 'হেড অফ ক্রিকেট' এর পদেই সন্তুষ্ট ভারতের প্রাক্তন তারকা।
২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বোর্ডের সঙ্গে চুক্তি গম্ভীরের। তবে পারফরম্যান্সের নিরিখে তাতে পরিবর্তন আসতেই পারে। টি-২০ বিশ্বকাপে ভারতের পারফরম্যান্সের ওপর অনেকটা নির্ভর করবে। সাদা বলের ক্রিকেটে কোচিং করা নিয়ে কোনও সমস্যা নেই। এরমধ্যেই যথেষ্ট সাফল্য পেয়েছেন। কিন্তু লাল বলের ক্রিকেটে তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। পরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেলে এখনও ন'টি টেস্ট খেলা বাকি ভারতের। বিদেশের মাটিতে আরও টেস্ট বাকি আছে। আগস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুটো টেস্ট খেলবে ভারত। অক্টোবরে নিউজিল্যান্ড সফর রয়েছে। তারপর জানুয়ারি-ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ।
বোর্ডের এক কর্তা বলেন, 'গম্ভীরের পেছনে ভারতীয় ক্রিকেটের প্রভাবশালী কর্তার হাত আছে। তারওপর ভারত টি-২০ বিশ্বকাপ জিতলে, বা ফাইনালে উঠলে ও অনায়াসে কোচ হিসেবে থাকবে। তবে টেস্টেও ও কোচ থাকবে কিনা সেটা দেখার। তাঁর জন্য সুবিধা হল, লাল বলের ক্রিকেটে কোচিং করানোর তেমন বিকল্প নেই। কারণ ভারতের সিনিয়র দলকে কোচিং করাতে আগ্রহী নন লক্ষ্মণ।' ভারতীয় ড্রেসিংরুমের অন্দরমহল এখন অনেক বদলে গিয়েছে। অনেকেই নিজেদের ভূমিকা সম্বন্ধে অবগত নয়। রাহুল দ্রাবিড়ের জমানায় প্লেয়াররা অনেক স্বস্তিতে থাকত। নিজেদের প্রমাণ করার সুযোগ পেত। টি-২০ ক্রিকেট থেকে শুভমন গিলের বাদ পড়া একটা উদাহরণ সৃষ্টি করেছে। অনেকেই মনে করছে, ভারতীয় ক্রিকেটের পরবর্তী পোস্টার বয় যদি বাদ পড়তে পারে, তাহলে যেকোনও সময় যেকোনও ক্রিকেটারের ঘাড়ে কোপ পড়তে পারে। টি-২০ বিশ্বকাপের পর লম্বা বিরতি। মাঝে দু'মাস আইপিএল। সেই সময় স্প্লিট কোচিংয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সময় পাবে বোর্ড কর্তারা। একজনই তিন ফরম্যাটে কোচিং করাবে না অন্য কারোর ওপর দায়িত্ব বর্তাবে সেটা জানা যাবে তখনই। পরের দু'মাস গুরু গম্ভীরের জন্য খুব গুরুত্বপূর্ণ।
