আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার অব্যবহিত পরে রোহিত শর্মা অবসর নিয়েছিলেন কনিষ্ঠ ফরম্যাট থেকে। 

ইংল্যান্ড সিরিজের দল ঘোষণার ঠিক আগে গোটা দেশকে অবাক করে দিয়ে টেস্ট ফরম্যাট থেকে সরে দাঁড়িয়েছিলেন রোহিত শর্মা। 

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি সূত্র যা জানিয়েছেন, তাতে হিটম্যানকে নিয়ে বিতর্ক বাড়তেই পারে।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি সূত্র জানিয়েছেন, ''সত্যি বলতে কী, আমাদের অনেকেই মনে করেছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পরে রোহিত হয়তো ওয়ানডে থেকে অবসর নিয়ে ফেলবে। ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে রোহিত ও নির্বাচকদের মধ্যে কোনও কথাবার্তাই হয়নি।''

মুম্বই তারকা এখন কেবল একটি ফরম্যাটে খেলবেন। সেটা হল ওয়ানডে। ২০২৫ সালের আগস্টে তিনটি ওয়ানডে ম্যাচ রয়েছে। ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। চলতি বছরের অক্টোবরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রয়েছে তিনটি ওয়ানডে। পরের মাসেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে তিনটি ওয়ানডে ম্যাচ ভারতের। পরের বছর নিউ জিল্যান্ড, আফগানিস্তান, ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ, নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে রয়েছে ওয়ানডে ম্যাচ। সূচি অনুযায়ী, বিশ্বকাপের আগে পর্যন্ত ভারত ২৭টি ওয়ানডে ম্যাচ খেলবে।