আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে সিরিজের মাঝপথে ফিরে আসেন শ্রেয়স আইয়ার। পিঠের চোটের জন্য লাল বলের ক্রিকেট থেকে ছয় মাসের বিরতি নেওয়ার সিদ্ধান্ত নেন। বৃহস্পতিবার বিসিসিআইয়ের পক্ষ থেকে এমনই জানানো হয়েছে। ইউকেতে পিঠের অস্ত্রোপচার হয় শ্রেয়সের। ফের ব্যথা অনুভব করার পর নিজের সিদ্ধান্ত বোর্ডকে জানান শ্রেয়স। তবে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ভারতীয় এ দলকে নেতৃত্ব দেবেন তিনি। কিন্তু ইরানি কাপে খেলবেন না। অবশিষ্ট ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রজত পাতিদার।
নিজের এই সমস্যার কথা মুখ্য নির্বাচক অজিত আগরকরকে জানান শ্রেয়স। বোর্ডের এক সূত্র জানান, 'আইয়ার আগরকরের সঙ্গে কথা বলেছে। জানিয়েছে, প্রথম শ্রেণির ক্রিকেটে খেলা তাঁর জন্য ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। ওর পিঠে ব্যথা অনুভব করছে। সেই কারণেই ভারতীয় এ দলের ম্যাচ থেকে নিজেকে সরিয়ে নিয়েছে।' এই বিরতি তাঁকে ফিটনেসে উন্নতি করতে সাহায্য করবে। সম্প্রতি শ্রেয়সের পারফরমেন্স আশানোরূপ নয়। দলীপ ট্রফিতে রান পায়নি। যথাক্রমে ২৫ এবং ১২ রান করেন। ভারতীয় এ দলের হয়ে নেমে ৮ রান করেন। ৩০ সেপ্টেম্বর থেকে কানপুরে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজ খেলবে ভারতীয় এ দল। তিন ম্যাচেই নেতৃত্ব দেবেন শ্রেয়স। ১ অক্টোবর থেকে নাগপুরে হবে ইরানি কাপ। রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন বিদর্ভের বিরুদ্ধে অবশিষ্ট ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন রজত পাতিদার।
অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দ্বিতীয় প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে নামার আগে হঠাৎই আমূল পরিবর্তন হয় ভারতীয় এ দলের অন্দরমহলে। নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন শ্রেয়স আইয়ার। শুধু অধিনায়কত্ব ছাড়েননি, দল থেকেও সরে দাঁড়ান। যার ফলে অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দ্বিতীয় লাল বলের ম্যাচের আগে ধ্রুব জুরেলকে অধিনায়ক করা হয়। তবে আচমকা এই পরিবর্তনের কারণ জানানো হয়নি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। জানানো হয়, কারণ ব্যক্তিগত। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়, 'শ্রেয়স একটা ব্রেক নিয়ে মুম্বইয়ে ফিরেছে। ও নির্বাচকদের জানিয়েছে, ও অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে দ্বিতীয় চার দিনের ম্যাচে খেলতে পারবে না। তবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য নির্বাচকরা যখন দল বাছাইয়ে বসবে, মিডল অর্ডারের জন্য ওর কথা অবশ্যই ভাবা হবে।' অবশেষে আসল কারণ জানা গেল। অস্ট্রেলিয়া এ দলের বিরুদ্ধে প্রথম ম্যাচে খেলেন শ্রেয়স। দুই ইনিংসে ৮ এবং ১৩ রান করেন। বাজে আম্পায়ারিংয়ের বলি হন। স্পিনার কোরে রোচিসিওলির বলে আউট হন।
