আজকাল ওয়েবডেস্ক: রায়পুরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচের আগে টিম ম্যানেজমেন্টের সঙ্গে জরুরি বৈঠক ডাকল ভারতীয় ক্রিকেট বোর্ড।

জানা যাচ্ছে, বোর্ডের এই মিটিংয়ে থাকার কথা রয়েছে দলের হেড কোচ গৌতম গম্ভীরের। থাকতে পারেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকরও।

সাম্প্রতিক ম্যাচগুলিতে দুর্দান্ত ফর্মে ফেরার পরেও বিরাট কোহলি ও রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে একের পর এক জল্পনা চলছে। তার মধ্যেই এই বৈঠক ঘিরে উত্তেজনা তুঙ্গে।

সংবাদমাধ্যম স্পোর্টসস্টারের রিপোর্ট অনুযায়ী, বৈঠকে উপস্থিত থাকতে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব দেবজিত সাইচিয়া, যুগ্ম-সচিব প্রভতেজ সিং ভাটিয়া, প্রধান কোচ গৌতম গম্ভীর এবং নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর।

সদ্য নির্বাচিত বিসিসিআই প্রেসিডেন্ট মিঠুন মানহাস উপস্থিত থাকবেন কি না তা নিশ্চিত নয়। তাছাড়া, ম্যাচের মধ্যেই এই সভা হওয়ায় কোহলি–রোহিতদের মতো সিনিয়র ক্রিকেটারদের ডাকা হবে বলে মনে করা হচ্ছে না।

বোর্ডের এক শীর্ষ বোর্ড কর্তা জানিয়েছেন, দলের নির্বাচনে ধারাবাহিকতা বজায় রাখা, দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং সামগ্রিক পারফরম্যান্স উন্নয়নের লক্ষ্যেই এই বৈঠক ডাকা হয়েছে।

সাম্প্রতিক দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজে ভারতের ভরাডুবির পর টিমের পারফরম্যান্স নিয়ে এই জরুরি বৈঠকে আলোচনার সম্ভাবনা প্রবল।

গম্ভীর ও আগরকরকে একই টেবিলে পেয়ে বোর্ড ভবিষ্যৎ পরিকল্পনা ও দায়িত্ব নিয়ে ম্যানেজমেন্টের ভবিষ্যৎ পরিকল্পনা স্পষ্ট করতে চাইছে।

তবে রোহিত এবং বিরাটকে নিয়ে আলোচনা হবে কিনা তা এখনও বোঝা যাচ্ছে না। এক বোর্ড কর্তার কথায়, ‘হোম টেস্ট সিরিজে মাঠের ভিতরে–বাইরে একাধিক বিভ্রান্তিকর কৌশল দেখা গিয়েছে। আট মাস পরে পরবর্তী টেস্ট সিরিজের আগে পরিষ্কার পরিকল্পনা অত্যন্ত জরুরি।’

তিনি আরও যোগ করেন, ‘আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং তারপরের ওডিআই বিশ্বকাপ দুটোতেই ভারত অন্যতম ফেভারিট। তাই এই সমস্যাগুলো দ্রুত মিটিয়ে ফেলাই লক্ষ্য।’

বৈঠককে কেন্দ্র করে দলের ম্যানেজমেন্ট এবং সিনিয়র ক্রিকেটার বিশেষত বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে যোগাযোগের ঘাটতি নিয়েও জল্পনা বাড়ছে।

সম্প্রতি বিসিসিআই কোহলিকে টেস্ট অবসর থেকে ফিরতে চাওয়ার গুঞ্জন ছড়ালেও, রাঁচি ওয়ানডের পর সেই জল্পনায় কার্যত পূর্ণচ্ছেদ টেনেছেন কোহলি।