আজকাল ওয়েবডেস্ক: সোমবার ভারতের মহিলা ক্রিকেট দলের মরশুমের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করল ভারতীয় ক্রিকেট বোর্ড। দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর, সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা এবং অলরাউন্ডার দীপ্তি শর্মা ‘গ্রেড এ’ চুক্তি পেয়েছেন। ফাস্ট বোলার রেণুকা ঠাকুর, ব্যাটার জেমাইমা রডরিগস, উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ এবং ওপেনার শেফালি ভার্মাকে রাখা হয়েছে ‘গ্রেড বি’ ক্যাটাগরিতে।

 

তবে সম্প্রতি খুব একটা ভাল ফর্মে নেই শেফালি। যে কারণে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের পর হোয়াইট-বল স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি। তবে তা সত্ত্বেও শেফালিকে গ্রেড বি-তে রেখেছে বোর্ড। ঘরোয়া ক্রিকেট এবং সদ্য সমাপ্ত উইমেন্স প্রিমিয়ার লিগে ভাল পারফরম্যান্স করেছেন তিনি। গ্রেড সি ক্যাটাগরিতে রয়েছেন মোট ন’জন ক্রিকেটার। যার মধ্যে রয়েছেন তরুণ প্রতিভা শ্রেয়াঙ্কা পাতিল, তিতাস সাধু এবং অমনজোৎ কৌর। তরুণ ওপেনার প্রতিকা রাওয়াল এই তালিকায় স্থান পাননি। বাদ পড়েছেন হারলিন দেওলও।

 

নিয়মানুযায়ী, গ্রেড এ খেলোয়াড়রা বছরে ৫০ লক্ষ টাকা, গ্রেড বি খেলোয়াড়রা ৩০ লক্ষ টাকা এবং গ্রেড সি খেলোয়াড়রা ১০ লক্ষ টাকা করে পাবেন। মহিলা ক্রিকেটারদের ম্যাচ ফি পুরুষ দলের সমান। প্রতি টেস্ট ম্যাচে ১৫ লক্ষ টাকা, প্রতি ওয়ানডেতে ৬ লক্ষ টাকা এবং প্রতি টি-টোয়েন্টিতে ৩ লক্ষ টাকা পান হরমনপ্রীতরা। ভারতীয় মহিলা দলের পরবর্তী চ্যালেঞ্জ ইংল্যান্ড সফর। আগামী ২৮ জুন থেকে শুরু হতে চলেছে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।