আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানে যেতে আর ইচ্ছুক নন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার ড্যারিল মিচেল। 

বাংলাদেশের ক্রিকেটার রিশাদ হোসেন স্বয়ং এই কথা জানিয়েছেন। পিএসএল খেলতে পাকিস্তানে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে বিদেশি ক্রিকেটারদের, তা গোপন থাকেনি। 

রিশাদের দেশ বাংলাদেশ কি পাকিস্তান সফরে যাবে? এই বিষয়ে এখনই কোনও সিদ্ধান্ত নিতে পারেনি তারা। 

ভারত-পাকিস্তানের সংঘর্ষের আবহে পাক সফর নিয়ে অনিশ্চয়তা ছিল বাংলাদেশের। কিন্তু শনিবার দুই প্রতিবেশি দেশ যুদ্ধ বিরতির শপথ নেয়। তার পরেও কিন্তু ভারতের সীমান্তবর্তী শহরে ড্রোন হামলা চালায় পাকিস্তান। যদিও শনিবার রাত দশটার পর থেকে আর ড্রোন হামলা চালায়নি পাকিস্তান। 

এই পরিস্থিতিতে পাক সফর নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবি  এখন পাক ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের অপেক্ষায়। পিসিবি তাদের সিদ্ধান্ত জানানোর আগে পরিস্থিতি খতিয়ে দেখতে চায়।  অপেক্ষা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সিদ্ধান্তের। পিসিবি আরও কিছুদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত জানাতে চায়।

ভারত-পাকিস্তান সংঘর্ষের জেরে ঝুলে রয়েছে এশিয়া কাপের ভাগ্য। সংঘর্ষ বন্ধ হয়ে গেলেও সিদ্ধান্ত জানাতে আরও কয়েকদিন সময় লাগবে। 

উল্লেখ্য, ২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত বাংলার বাঘেদের পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা পাকিস্তানের মাটিতে।