আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না বাংলাদেশ। এমনই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। রবিবার দুপুরে ১৭ জন বোর্ড পরিচালককে নিয়ে এমনই এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর থেকে ফুটছে বাংলাদেশ। তারকা পেসারের কেকেআর থেকে নিষ্ক্রমণকে বাংলাদেশ ও বাংলাদেশ ক্রিকেটের অপমান বলে মনে করা হচ্ছে। এই প্রেক্ষিতে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সোশ্যাল মিডিয়ায় লিখিত এক বার্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ জানান, ভারতের মাটিতে যেন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যায় বাংলাদেশ।
নিরাপত্তার কারণ দর্শিয়ে আসিফ নজরুল বলেন, ''ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লেখে। বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না।''
তার পরেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপৎকালীন ভিত্তিতে সভা করে জানিয়ে দেয়, আইসিসি-র কাছে ভেন্যু পরিবর্তনের আবেদন জানিয়ে চিঠি পাঠানো হচ্ছে।
যদিও মুস্তাফিজুরকে কেকেআর থেকে ছেড়ে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড কড়া পদক্ষেপ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সরকারের মনোভাব জানমার পরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের অবস্থান বদল করে।
আইসিসি-র কাছে তারা চিঠি পাঠিয়ে ভেন্যু বদলের অনুরোধ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
মুস্তাফিজুরকে নিয়ে সৃষ্ট বিতর্কের মধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড় ঘোষণা করে দিল বাংলাদেশ। ১৫ সদস্যের দলের অধিনায়ক লিটন দাস। সহ-অধিনায়ক সইফ হাসান। দলে জায়গা পাননি জাকের আলি। নেই নাজমুল হোসেনও। ৭ জন ব্যাটার, ৩ স্পিনার ও ও পাঁচ পেসার নিয়ে বাংলাদেশের স্কোয়াড বিশ্বকাপে।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), সইফ হাসান (সহ অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তৌহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদি হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান, তাসকিন আহমেদ, সইফউদ্দিন ও শরিফুল ইসলাম।
