আজকাল ওয়েবডেস্ক: বিরাট কোহলি  রান পেলেও চর্চায়। না পেলেও চর্চায়। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতের তারকা ব্যাটার রান পাননি। তাঁর ব্যাট 'বোবা' থেকে গিয়েছে। 

কেউ 'গেল গেল' রব তুলেছেন। কেউ আবার বলছেন, শচীনের রেকর্ড ছোঁয়া সম্ভব নয় বিরাটের পক্ষে। এই আবহে প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে ভেসে এল বিরাট বাণী। প্রাক্তন পাক তারকা বাসিত আলি জানিয়ে দিলেন, বাংলাদেশের বিরুদ্ধে কোহলি রান না পাওয়ায় চিন্তার কোনও কারণ নেই। কোহলি রান করবেন অস্ট্রেলিয়ার মাটিতে। সেখানেই তিনি ধরা দেবেন অন্য অবতারে। 

বাসিত আলি তাঁর ইউটিউব চ্যানেলে বলেছেন, ''বাংলাদেশ-নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বিরাট কেমন খেলে তা নিয়ে চিন্তার কিছু নেই। অস্ট্রেলিয়া থেকে বিরাট শুরু করবে ওর নিজস্ব খেলা। অস্ট্রেলিয়ার গতিময় উইকেট পছন্দ কোহলির। বড় প্লেয়াররা অনেক সময়েই অপেক্ষাকৃত দুর্বল দলের বিরুদ্ধে খেলতে নেমে মনোসংযোগ হারিয়ে ফেলে। কিন্তু কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে তারা জ্বলে ওঠে।'' 

বর্ডার-গাভাসকর ট্রফিতে অ্যাসিড টেস্ট ভারতীয় দলের। অজি ক্রিকেটাররা তাল ঠুকতে শুরু করে দিয়েছেন এখন থেকেই। ভারতীয় ক্রিকেটারদের জন্য অপেক্ষা করে রয়েছে চিন মিউজিক। বাসিত আলি বলছেন, ''লোকজন ঘরের মাঠে ভারতের জয়ের কথা বলে থাকেন কিন্তু মনে রাখতে হবে ওরা অস্ট্রেলিয়ায় গিয়ে দুটো সিরিজ জিতেছে। চলতি বছরের শেষের দিকে হতে চলা বর্ডার-গাভাসকর ট্রফি জেতা সহজে হবে না অস্ট্রেলিয়ার পক্ষে। ভারত কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেবে।''