আজকাল ওয়েবডেস্ক: লা লিগায় অবিশ্বাস্য জয় বার্সেলোনার। ৩-১-এ পিছিয়ে থেকে ৪-৩-এ সেল্টা ভিগোকে হারাল বার্সা।
এই জয়ের ফলে ৩২ ম্যাচে বার্সার পয়েন্ট ৭৩। রিয়াল এক ম্যাচ কম খেলে পয়েন্ট ৬৬। ম্যাচের ১২ মিনিটে ইনিয়েগো মার্তিনেজের কাছ থেকে বল পেয়ে গোল করেন ফেরান তোরেস। তিন মিনিট পরেই বোরহা ইগলেসিয়াস সমতা ফেরান।
৫২ মিনিটে ডি ইয়ংয়ের ভুল থেকে গোল করেন ইগলেসিয়াস। ৬২ মিনিটে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন সেল্টার তারকা ফুটবলার। বার্সার হার নিশ্চিত। এই পরিস্থিতিতে ৬৪ মিনিটে দানি ওলমো গোল করে ব্যবধান কমান।
৬৮ মিনিটে সেই ইয়ামালের অ্যাসিস্টে গোল করেন রাফিনিয়া। ৩-১-এ পিছিয়ে পড়া বার্সা ৩-৩ করে ফেলে। অ্যাডেড টাইমে দানি ওলমোকে বক্সের ভিতরে ফাউল করা হলে পেনাল্টি পায় বার্সা। রাফিনিয়া নিজের দ্বিতীয় গোল করে বার্সার জয় নিশ্চিত করে।
