আজকাল ওয়েবডেস্ক: লা লিগায় জিতল বার্সেলোনা। ভায়াদোলিদকে ২-১ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের ছেলেরা। লা লিগায় পয়েন্ট তালিকায় বার্সা সাত পয়েন্টে এগিয়ে গেল।
ইভান স্যানচেজের গোলে এগিয়ে যায় ভায়াদোলিদ। দ্বিতীয়ার্ধে রাফিনিয়া সমতা ফেরান। বার্সাকে তিন পয়েন্ট এনে দেন ফের্মিন লোপেজ।
ইন্টার মিলানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগে ৩-৩ গোলে ড্র করেছিল বার্সা। সেই দল থেকে ৯টি পরিবর্তন আনেন ফ্লিক।
ভায়াদোলিদের বিরুদ্ধে প্রথম সাক্ষাতে বার্সেলোনা ৭-০ গোলে হারিয়েছিল।
খেলার ৬ মিনিটের মাথায় ইভান স্যানচেজের গোলে এগিয়ে যায় ভয়াদোলিদ। ৫৪ মিনিটে বার্সা সমতা ফেরায়। তার ঠিক ৬ মিনিট পর ফের্মিন লোপেজ ২-১ করে বার্সার জয় নিশ্চিত করেন।
৩৪ ম্যাচে ২৫টি জয় ও চারটি ড্রয়ে ৭৯ পয়েন্ট নিয়ে বার্সা সবা উপরে। রিয়াল মাদ্রিদ এক ম্যাচ কম খেলেছে। তারা ৭২ পয়েন্ট নিয়ে দু'নম্বরে রয়েছে।
