আজকাল ওয়েবডেস্ক: লা লিগায় বার্সেলোনা ১-০ গোলে হারাল মায়োরকাকে। এই ম্যাচ জিতে রিয়াল মাদ্রিদের থেকে সাত পয়েন্টে এগিয়ে গেল বার্সা। 

৩৩ ম‍্যাচে ২৪টি জয় ও চারটি ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭৬। ৩২ ম্যাচে  রিয়ালের ঝুলিতে ৬৯ পয়েন্ট। 

ম্যাচে বার্সা ৭৮ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রাখে। গোল করার জন্য ৪০টি শট নেয়। ১৩টি শট ছিল লক্ষ্যে। মায়োরকা গোলকিপার ১২টি শট বাঁচান। 

সেল্টা ভিগোর বিরুদ্ধে ৪-৩ গোলে জিতেছিল বার্সা। সেই ম্যাচের দল থেকে সাতটি পরিবর্তন আনা হয়। 

প্রথমার্ধে বার্সেলোনা গোল লক্ষ্য করে ২৪টি শট নিয়েছিল। বার্সার অপেক্ষা শেষ হয় বিরতির পরই। ড্যানি ওলমোর গোলে এগিয়ে যায় ক্যাটালান ক্লাব। সেই গোল আর শোধ করতে পারেনি মায়োরকা। বার্সাও আর গোল সংখ্যা বাড়াতে পারেনি। 

খেলার শেষে বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক বলছিলেন, ''আমরা ৪০টি শট নিয়েছি।'' চল্লিশটা শটের মধ্যে একটা গোল হলেও খুশি বার্সা কোচ।