আজকাল ওয়েবডেস্ক: বেলঘরিয়া মৌচাক অ্যাথলেটিক্স ক্লাবের উদ্যোগে আয়োজিত দু'দিন (৮-৯ ফেব্রুয়ারি) ব্যাপী সারা বাংলা ফুটবল প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হল রবিবার। ফাইনালে বরানগর স্পোর্টিং ক্লাব টাইব্রেকারে হারায় শ্যামনগর তরুণ সংঘ ক্লাবকে। 

৮ ফেব্রুয়ারি শুরু হয়েছিল প্রতিযোগিতা। সোদপুর ক্লাব, তরুণ সংঘ শ্যামনগর, বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাব, স্যান্টোস ক্লাব, হালতু মাতৃ সংঘ, বাঘাযতীন তরুণ সংঘ, বরানগর স্পোর্টিং, বালি দেশবন্ধু, এই আটটি দল অংশ নিয়েছিল টুর্নামেন্টে। ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার শঙ্কর সাহা, তরুণ নাহা, ফুটবল প্রশিক্ষক সুশান্ত গুহ প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রাক্তন ফুটবলার লালকমল ভৌমিক উপস্থিত ছিলেন টুর্নামেন্টে। 

রবিবার দুটো সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ে বরানগর স্পোর্টিং হারায় শ্যামনগর তরুণ সংঘ ক্লাবকে। প্রতিযোগিতার দ্বিতীয় দিন উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার গৌতম চক্রবর্তী, অনিন্দ্য ব্যানার্জি এবং সন্তোষ জয়ী বাংলা দলের সদস্য বিক্রম প্রধান। 

বরানগরের বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন। ছিলেন পৌরমাতা লক্ষ্মী বিশ্বাস ও পৌরপিতা মানস গুপ্ত।