আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে কি বাংলাদেশ আদৌ অংশ নেবে?
আইসিসি-র নিরাপত্তা বিভাগের কাছ থেকে যে চিঠি পেয়েছে বিসিবি, তাতে কিন্তু ভারত-শ্রীলঙ্কার মাটিতে হতে চলা মেগা ইভেন্টে বাংলাদেশের অংশ নেওয়া নিয়েই প্রশ্ন তৈরি হয়ে গেল।
বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে নিয়েই বিতর্কের শুরু। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের নির্দেশে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে বাংলাদেশের তারকা বাঁ হাতি পেসারকে। আর তারপরই পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে শুরু করে। বাংলাদেশের তরফ থেকে জানানো হয়, ভারতের মাটিতে গিয়ে তারা খেলবে না। বাংলাদেশের ম্যাচের ভেন্যু বদলের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি-র কাছে দুই দফায় চিঠি পাঠায়।
আইসিসি-র নিরাপত্তা বিভাগের তরফ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে যে চিঠি পাঠানো হয়েছে, সেই চিঠিতে কী বলা আছে? বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা ডা. আসিফ নজরুল এদিন জানিয়েছেন, আইসিসি-র নিরাপত্তা বিভাগ থেকে পাঠানো চিঠিতে তিনটি কারণের কথা বলা হয়েছে, যেগুলোর জন্য নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে বাংলাদেশের। তার মধ্যে একটি কারণ মুস্তাফিজুরকে নিয়ে। বাংলাদেশের তারকা বাঁ হাতি পেসার দলে থাকলে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে সমস্যা বাড়তে পারে।
বাংলাদেশের সংবাদ মাধ্যমে এমনই খবর প্রকাশিত হয়েছে। এই চিঠির পরে বাংলাদেশের সংশয় আরও বাড়ল বললেও অত্যুক্তি করা হবে না।
আইসিসি-র পাঠানো এমন যুক্তিকে একপ্রকার উড়িয়ে দিচ্ছেন ক্রীড়া উপদেষ্টা। আইসিসি-র নিরাপত্তা দপ্তরের পাঠানো চিঠি অনুযায়ী, বাংলাদেশের তারকা বোলার মুস্তাফিজুর রহমানকে বাইরে রেখে দল পাঠানো হলে সমস্যা অনেকটা দূর হবে।
মুস্তাফিজুরকে নিয়ে বিতর্ক এখনও কাটেনি। বরং তা আরও ঘোরাল হচ্ছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর একমাসও বাকি নেই। বাংলাদেশ এখনও জানে না, বিশ্বকাপের সূচি অনুযায়ী তাদের ম্যাচগুলো কোথায় হবে।
