আজকাল ওয়েবডেস্ক: মে মাসে পাকিস্তান সফরে যাচ্ছে বাংলাদেশ। খেলবে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ। বুধবার পাকিস্তান ক্রিকেট বোর্ড এই খবর জানিয়েছে।
পিসিবি জানিয়েছে, ফয়সলাবাদে ১৭ বছর পর হবে কোনও আন্তর্জাতিক ম্যাচ। গত বছরই পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। খেলেছিল দুই টেস্টের সিরিজ। এবং সিরিজটি বাংলাদেশ ২–০ ফলে জিতে এসেছিল। অর্থাৎ ঘরের মাঠে পাকিস্তান হোয়াইটওয়াশ হয়েছিল।
প্রসঙ্গটি সিরিজটি হওয়ার কথা ছিল তিন ওয়ানডে ও তিন টি২০ ম্যাচের। কিন্তু আগামী বছর টি২০ বিশ্বকাপের কথা ভেবেই পরিবর্তে পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছে দুই বোর্ড।
২৫ মে থেকে ৩ জুন পর্যন্ত ম্যাচগুলি হবে ফয়সলাবাদ ও লাহোরে। এটা ঘটনা ২০০৮ সালের এপ্রিল মাসের পর ফয়সলাবাদের ইকবাল স্টেডিয়ামে ফের আন্তর্জাতিক ম্যাচ হতে চলেছে। যে মাঠে অতীতে ২৪টি টেস্ট ম্যাচ হয়েছে।
তবে গত দুই বছর ধরে পিসিবি ফয়সলাবাদে ঘরোয়া ক্রিকেটের অনেক ম্যাচ আয়োজন করেছে। এবার হবে আন্তর্জাতিক ম্যাচ। ২৫ ও ২৭ মে সিরিজের প্রথম দুটো ম্যাচ হবে ফয়সলাবাদে। আর ৩০ মে, ১ ও ৩ জুন বাকি তিনটি ম্যাচ হবে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে।
২১ মে বাংলাদেশ দল পাকিস্তান পৌঁছবে। ২২ মে থেকে অনুশীলন করবে ইকবাল স্টেডিয়ামে।
