আজকাল ওয়েবডেস্ক: টেস্ট ফরম্যাট থেকে অস্তাচলে গেলেন  অ্যাঞ্জেলো ম্যাথিউজ। শ্রীলঙ্কার এই তারকা ক্রিকেটারকে গার্ড অফ অনার দিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। 

প্রায় দুই দশকের কেরিয়ার ম্যাথিউজের। তাঁকে শ্রদ্ধা প্রদর্শন করে বাংলার বাঘেরা গার্ড অফ অনার দিলেন। 

প্রথম ইনিংসে ৩৯ রান করেন ম্যাথিউজ। এটা তাঁর কেরিয়ারের ১১৯ নম্বর টেস্ট। ১৭ বছরের ক্রিকেট পরিক্রমা  অবশেষে শেষ হচ্ছে। যখনই দরকার পড়েছে, তখনই তিনি বল-ব্যাট হাতে এগিয়ে এসেছেন। 

১৬টি সেঞ্চুরির মালিক ম্যাথিউজ। তাঁর ঝুলিতে ৮২০৬ রান। এটাই অবশ্য শ্রীলঙ্কা তারকার আসল পরিচয় নয়। শ্রীলঙ্কা ক্রিকেট থেকে বড় নাম যখন সরে গিয়েছেন, সেই সময়ে তিনি অতিরিক্ত দায়িত্ব নিয়েছিলেন। 

?ref_src=twsrc%5Etfw">June 17, 2025

 

চলতি সপ্তাহের গোড়ার দিকে ম্যাথিউজ সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন, এটাই তাঁর শেষ টেস্ট। ম্যাথিউজ লিখেছিলেন, ''ক্রিকেটকে আমি সব দিয়েছি। নিজেকে নিংড়ে দিয়েছি। ক্রিকেটও আমাকে অনেক কিছু ফিরিয়ে দিয়েছে।'' 

গলের এই ম্যাচ কেবল রান-উইকেট দিয়ে বিচার্য নয়। একজন ক্রিকেটার যে ক্রিকেটকে সারাজীবন অনেক কিছু দিয়েছে, সেই ক্রিকেটার সরে যাচ্ছেন। আবেগের ছবি গলে। একই আবেগ দেখা গেল বাংলাদেশ ক্রিকেটারদের মধ্যেও।