আজকাল ওয়েবডেস্ক: বিরাট–রোহিতদের ২২ গজে দেখার অপেক্ষা আরও বাড়ল। ভারতীয় ক্রিকেট বোর্ড এখনও সরকারি ঘোষণা না করলেও সূত্রের খবর, আগস্টে বাংলাদেশ সফরে যাচ্ছে না টিম ইন্ডিয়া। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বোর্ড এখনও কিছু না জানালেও শীঘ্রই সরকারি বিবৃতি দিয়ে দেবে।

জানা যাচ্ছে, বাংলাদেশ সফরে ক্রিকেটারদের সুরক্ষার দিকটা ভেবে দেখছে বোর্ড। কারণ এখন বাংলাদেশে যথেষ্টই অস্থিরতা চলছে। এই পরিস্থিতিতে সে দেশে দল পাঠাতে রাজি নয় বিসিসিআই।

ভারত বাংলাদেশে না  এলে বড় ক্ষতির মুখে পড়বে বিসিবি। বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় বাজার ভারত। তাই ভারতের বিরুদ্ধে সিরিজ খেলতে মুখিয়ে থাকে বাকি দেশ। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে খেললে আয়ের সম্ভাবনা বাড়ে। বাংলাদেশেরও আসন্ন ভারত সিরিজ নিয়ে অনেক পরিকল্পনা ছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে সেই সিরিজের বল গড়াবে কিনা সন্দেহ। 

যদি সিরিজটি শেষ পর্যন্ত বাতিল হয়েই যায়,তাহলে বড় আর্থিক ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, বিসিবির পরিকল্পনা ছিল ২০২৪ থেকে ২০২৭ পর্যন্ত মিডিয়া স্বত্ব একসঙ্গে বিক্রি করার। কিন্তু ভারত-বাংলাদেশ সিরিজ বাতিল হয়ে গেলে তা আর সম্ভব নয়। 

১৭ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বাংলাদেশে তিনটে ওয়ানডে ও তিনটে টি২০ ম্যাচ খেলার কথা ছিল ভারতের।