আজকাল ওয়েবডেস্ক:‌ বাংলাদেশ মহিলা ক্রিকেট দলের অধিনায়কের বিরুদ্ধে উঠেছিল মারাত্মক অভিযোগ। নিগার সুলতানা জ্যোতির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছিলেন সেই দেশের ক্রিকেটার জাহানারা আলম। তাঁর অভিযোগ ছিল, জ্যোতি নাকি জুনিয়রদের শারীরিকভাবে হেনস্থা করেন। এবার তার পাল্টা দিলেন বাংলাদেশের অধিনায়ক। সব অভিযোগ অস্বীকার করে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌরের প্রসঙ্গ তুলে ফেললেন জ্যোতি।


প্রসঙ্গত, বিশ্বকাপ শেষ হওয়ার পরই জাহানারা বলেছিলেন,  ‘‌জ্যোতি প্রচুর মারধর করে জুনিয়রদের। এই বিশ্বকাপের সময়ও জুনিয়ররা আমাকে এরকম জানিয়েছে, ‘না বাবা, এটা আর করব না। তাহলে আবার থাপ্পড় খেতে হবে।’ কয়েকজনের কাছ থেকে জেনেছি, ‘কালকে মার খেয়েছি।’ দুবাই সফরের সময়ও এক জুনিয়রকে রুমে ডেকে নিয়ে থাপ্পড় মেরেছে।’‌ এছাড়া জুনিয়রদের দিয়ে কিটব্যাগ নামানো বা তাদের নিয়ে মাথা টেপানোর মতো অভিযোগ ছিল জ্যোতির বিরুদ্ধে। সেই অভিযোগ নিয়ে জ্যোতি বলেছেন, ‘‌আমি কেন কাউকে মারব? মানে কেন আমি আমার ব্যাট দিয়ে স্টাম্পে মারব? আমি কি হরমনপ্রীত নাকি? ব্যক্তিগত ক্ষেত্রে, হয়তো রান্না করার সময় বা অন্য সময়, আমি হয়তো আমার ব্যাট এদিক ওদিক মেরেছিলাম। সেটা হয়তো আমার হেলমেটে লেগেছিল। কিন্তু সেটা ছিল আমার নিজস্ব ব্যাপার। কিন্তু আমি কেন অন্য কারও সঙ্গে এমন কিছু করব? কেন আমি শারীরিকভাবে আঘাত করব? কেউ বললেই সেটা সত্যি হয়ে যাবে? অন্য খেলোয়াড়দের বা অন্য কাউকে জিজ্ঞাসা করতে পারেন যে, আমি কি কখনও এমন কিছু করেছি।’‌ 


কিন্তু হরমনপ্রীতের নাম কেন তুলতে গেলেন জ্যোতি?‌ আসলে জ্যোতি যে ঘটনার কথা বলছেন, তা ঘটেছিল ২০২৩ সালে। ভারত তখন বাংলাদেশ সফরে গিয়েছিল। সিরিজের শেষ ওয়ানডেতে, হরমনপ্রীত আউট হওয়ার পর উইকেটে ব্যাট দিয়ে আঘাত করেন। তারপর আম্পায়ারের সঙ্গে বচসায় জড়ান। কিন্তু সেটা তো অন্য কাউকে হেনস্থার অভিযোগ নয়। জ্যোতির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা থেকে দিক ঘোরাতে বিশ্বজয়ী ভারত অধিনায়কের নাম তুলে ফেললেন তিনি। 


চলতি বছর জ্যোতির নেতৃত্বেই মহিলাদের একদিনের বিশ্বকাপ খেলতে নেমেছিল বাংলাদেশ। গ্রুপ পর্বে তারা একটি ম্যাচই জিতেছিল। সেটা পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। বাকি সব ম্যাচ হেরেছে তারা। ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় বাংলাদেশ।