আজকাল ওয়েবডেস্ক:‌ ভারতীয় পেসারদের দাপটে ব্যাটিং বিপর্যয় বাংলাদেশের। প্রথম টেস্টের দ্বিতীয় দিন চা পানের বিরতিতে বাংলাদেশের সংগ্রহ ছিল ১১২ রান। ৮ উইকেট পড়ে গিয়েছিল। চা পানের বিরতির পর ১৪৯ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। জসপ্রীত বুমরা নিয়েছেন ৪ উইকেট। ২টি করে উইকেট নিয়েছেন আকাশ দীপ, রবীন্দ্র জাদেজা, মহম্মদ সিরাজ। 


ভারতের ৩৭৬ রানের জবাবে ব্যাট করতে নেমে বুমরা–আকাশ দীপের জোড়া পেসে একেবারে বেসামাল হয়ে পড়ে বাংলাদেশ। দলের যখন মাত্র ২ রান, তখন ফেরেন ওপেনার শাদমান ইসলাম (‌২)‌। বুমরার আনপ্লেয়েবল ডেলিভারিতে বোল্ড হন তিনি। বাংলাদেশ ওপেনার ভেবেছিলেন বলটা বেরিয়ে যাবে। কিন্তু রাউন্ড দ্য উইকেট বল করতে এসে বুমরার বিষাক্ত ইনসুইঙ্গার উইকেট ছিটকে দেয়। উল্টোদিকে তখন সিরাজ আগুন ঝরাচ্ছেন। দুই পেসারকে ৩ ওভার করিয়েই রোহিত নিয়ে আসেন বাংলার আকাশ দীপকে। এরপরই কামাল শুরু বাংলার পেসারের। নিজের দ্বিতীয় ওভারের প্রথম দুই বলেই আকাশ দীপ ফিরিয়ে দেন অপর ওপেনার জাকির হোসেন (‌৩)‌ ও মোমিনুল হককে (‌০)‌। দু’‌জনেই বলের হদিশ পাননি। বোল্ড হন দু’‌জনেই। হ্যাটট্রিকের সুযোগ ছিল। কিন্তু তা আর আসেনি। মধ্যাহ্নভোজের বিরতিতে ২৬ রানের ভিতরে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। লাঞ্চের পর আরও বিধ্বংসী হয়ে ওঠেন ভারতীয় বোলাররা। ফিরে যান অধিনায়ক শান্ত (‌২০)‌। বাংলাদেশ অধিনায়ক সিরাজের শিকার। মুশফিকুর রহিমকে (‌৮)‌ ফেরান বুমরা। সাকিব লড়ছিলেন। কিন্তু ঠকে যান জাদেজার স্পিনে (‌৩২)‌। লিটন দাসও (‌২২)‌ জাড্ডুর শিকার। হাসান মাহমুদকে (‌৯)‌ ফেরান বুমরা। এরপর তাসকিনকে বোল্ড করেন বুমরা। নাহিদ রানাকে (‌১১)‌ বোল্ড করে বাংলাদেশ ইনিংসে যবনিকা টানেন সিরাজ। ইনিংস শেষ হয় ১৪৯ রানে। ভারত এগিয়ে ২২৭ রানে।