আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি ফরম্যাটে ফেরার জন্য বাবর আজমকে পরামর্শ দিয়েছিলেন কোচ মাইক হেসন। স্ট্রাইক রেট উন্নতি করার কথা বলেছিলেন পাক কোচ। কিন্তু বাবর আজম স্ট্রাইক রেটের বিশেষ কোনও উন্নতি না ঘটিয়েও দলে ডাক পান। টপ অর্ডারে বাকিদের ব্যর্থতার জন্য পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ডাকা হয় বাবর আজমকে।
কোন পজিশনে খেলবেন বাবর আজম? কোচ মাইক হেসন আগেই জানিয়েছেন তারকা ব্যাটার তিন নম্বরে খেলবেন। কিন্তু তিন নম্বরে নেমেও বাবর আজমের ব্যাট কথা বলল না। খাতা না খুলেই ফিরলেন তিনি। ফলে একটা ব্যাপারে তাঁর সঙ্গে এক বিন্দুতে থাকবেন বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন। কোহলি প্রত্য়াবর্তনের ওয়ানডেতে করেন শূন্য। উইলিয়ামসনও তাই। এবার বাবার আজমও শূন্য রানে ফিরলেন। আরক তার পরে বাবরের দিকে ধেয়ে এল কটাক্ষ।
বাবর ব্যর্থ হওয়ার দিনে রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই বড় সড় ধাক্কা খেয়ে বসল পাকিস্তান। ১৯৩ রান তাড়া করতে নেমে পাকিস্তান হার মানে ৫৫ রানের ব্যবধানে। পাকিস্তান ম্যাচে হার মানলেও সব আলো ছিল বাবর আজমের উপরে। দশ মাস পরে টি-টোয়েন্টি দলে প্রত্যাবর্তন ঘটে বাবরের। এশিয়া কাপে তাঁকে দলে রাখা হয়নি। ফাইনালে ভারতের কাছে হার মানে পাকিস্তান।
প্রোটিয়াদের রান তাড়া করার জন্য তিন নম্বরে পাঠানো হয়েছিল বাবর আজমকে। ওপেনার সাহিবজাদা ফারহান ফেরার পরে বাবর মাঠে নামেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার করবিন বশ ফেরান বাবরকে। তাঁর ক্যাচ ধরেন রিজা হেনড্রিকস। বাবর টিকে ছিলেন মাত্র দুই বল। বাবর ফিরতেই পাকিস্তানের জয়ের আশা শেষ হয়ে যায়।
গত এশিয়া কাপে দলে ছিলেন ফকর জামান। তিনি জায়গা হারিয়েছেন। হ্যারিস রউফকে নিয়ে তীব্র চর্চা হয়েছিল এশিয়া কাপের পরে। ভারতের বিরুদ্ধেই বেশি রান দেন হ্যারিস রউফ, এমন অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। কব্জি স্পিনার সুফিয়ান মুকিমকেও রিজার্ভে রাখা হয়েছে। তাঁর পরিবর্তে দলে ডাক পেয়েছেন উসমান তারিক।
হেসন বলেন, ''ফকর জামানকে প্রথম শ্রেণির ক্রিকেটে পাঠানো হয়েছে। আমরা ফকরের সঙ্গে কথা বলেছি এবং ওয়ানডে ক্রিকেটে ফিরে আসতে চায় ও। তাই আমরা তাকে টি-টোয়েন্টি থেকে কিছুটা বিশ্রাম দিয়েছি যাতে কৌশল পরিবর্তন করতে পারে।''
বাবরের অভিজ্ঞতা কাজে আসবে বলে আশাবাদী ছিলেন পাক কোচ। বাবর প্রসঙ্গে হেসন বলেছিলেন, ''আমি আত্মবিশ্বাসী বাবর ভাল করবে।'' প্রথম ম্যাচেই চলল না বাবরের ব্যাট।
আরও পড়ুন: ক্যানবেরায় বৃষ্টির ভ্রুকুটি, পুরো ম্যাচ হওয়া নিয়ে আশঙ্কা
