আজকাল ওয়েবডেস্ক: অলরাউন্ডারদের দৌড়ে বাকি সবাইকে টেক্কা আফগানিস্তান। আগে শীর্ষে ছিলেন মহম্মদ নবি। চ্যাম্পিয়ন্স ট্রফির সুবাদে নতুন এক নম্বর অলরাউন্ডার পেল ওয়ানডে ক্রিকেট। নবীকে সরিয়ে আইসিসি ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে এক নম্বরে এখন সেই দেশেরই আজমতউল্লাহ ওমরজাই।
নতুন এক নম্বর অলরাউন্ডার পাওয়ার পিছনে রয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি। চলতি আইসিসি টুর্নামেন্টে ওমরজাইয়ের দাপট দেখেছে ক্রিকেটবিশ্ব। ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও পঞ্চাশ করেন। তার ফলে দু' ধাপ এগোন ওমরজাই।
ওমরজাইয়ের রেটিং পয়েন্ট ২৯৬। নবী তাঁর থেকে চার রেটিং পয়েন্টে পিছিয়ে। জিম্বাবোয়ের সিকান্দর রাজা ২৯০ রেটিং পয়েন্ট নিয়ে তিনে।
ভারতের অক্ষর প্যাটেল ১৭ ধাপ এগিয়েছেন। ব্যাট হাতে ৮০ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৫ উইকেট। তার ফলে ১৩ নম্বরে এখন অক্ষর।
ওমরজাই কিন্তু ব্যাটারদের তালিকাতেও এগিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১২৬ রান করে ওয়ানডে ব্যাটারদের তালিকায় ১২ ধাপ এগনোর ফলে ২৪ নম্বরে এখন ওমরজাই।
ভারতের কাছে সেমিফাইনালে হারের ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছুটি হয়ে গিয়েছে অস্ট্রেলিয়ার। ওয়ানডে থেকে সরে যাওয়ার ঘোষণা এদিনই করেন স্টিভ স্মিথ। ৮ ধাপ এগিয়ে ওয়ানডেতে ১৬ নম্বরে থেকেই কেরিয়ার শেষ করলেন স্মিথ। ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষে আছেন শুভমান গিল।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে কোনও পরিবর্তন আসেনি। শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার মহীশ তিকশানা। দু'নম্বরে দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। ৩ ধাপ এগিয়ে ৩ নম্বরে উঠে এসেছেন কিউয়ি পেসার ম্যাট হেনরি।
চোট থেকে ফিরে মহম্মদ শামি এগিয়েছেন ৩ ধাপ। তিনি রয়েছেন ১১ নম্বরে।
