আজকাল ওয়েবডেস্ক: বাঙালির সেরা উৎসবের আগে চমক দিলেন ঐহিকা মুখার্জি। প্যারিস অলিম্পিকের পদকজয়ীকে হারালেন বাঙালি টেবিল টেনিস তারকা। মঙ্গলবার এশিয়ান চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে দলগত বিভাগে দক্ষিণ কোরিয়ার শিন ইউবিনকে হারালেন বাঙালি টেবিল টেনিস তারকা। পাঁচ গেমের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জেতেন তিনি। ম্যাচের ফলাফল ১১-৯, ৭-১১, ১২-১০, ৭-১১, ১১-৭। প্রতিযোগিতার দ্বিতীয় বাছাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন ঐহিকা। বিশ্ব টেনিসে ব়্যাঙ্কিংয়ে বাঙালি তনয়ার থেকে ৮৪ ধাপ এগিয়ে ইউবিন। ক্রমতালিকায় আট নম্বরে তিনি। সেখানে ঐহিকার ব়্যাঙ্কিং ৯২। প্যারিস অলিম্পিকে মিক্সড ডাবলসে ব্রোঞ্জ জিতেছিলেন দক্ষিণ কোরিয়ান। সুতরাং লড়াই একেবারেই সহজ ছিল না। মণিকা বাত্রা, সৃজা আকুলাদের মতো অলিম্পিকে খেলা প্যাডলার থাকা সত্ত্বেও সবচেয়ে কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে নেমেছিলেন ঐহিকা। আরও একবার চমক দিলেন। 

এর আগে বিশ্বের একনম্বর টেবিল টেনিস তারকা সুন ইয়েংসাকে হারান বাঙালি প্যাডলার। চীনের প্রতিপক্ষকে হারানোর পর ঐহিকা জানিয়েছিলেন, বিশ্বের সেরা খেলোয়াড়দের বিরুদ্ধে খেলতে পছন্দ করেন তিনি। কারণ তাঁদের বিরুদ্ধে নিজের সেরা খেলাটা বেরিয়ে আসে। তার প্রমাণ আরও একবার দিলেন। দক্ষিণ কোরিয়ানের বিরুদ্ধে উচ্চতা কাজে লাগান। প্যারিস অলিম্পিকে ভারতের রিজার্ভ দলে ছিলেন বাঙালি টিটি খেলোয়াড়। তাঁর বদলে সুযোগ দেওয়া হয় অর্চনা কামাতকে। কিন্তু লাভ হয়নি। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয় ভারতীয় দলকে। এশিয়ান চ্যাম্পিয়নশিপে বাংলার মুখ উজ্জ্বল করলেন ঐহিকা।